![]() |
আল-আমীন দেওয়ান : বিটিআরসিকে প্রায় ১ হাজার কোটি টাকা দিয়েছে গ্রামীণফোন।
অপারেটরটি বুধবার (১৪ জুন) এই টাকা জমা করেছে।
গ্রামীণফোনের মুখপাত্র হোসেন সাদাত টেকশহর ডটকমকে জানান, ‘টুজি লাইসেন্স নবায়ন সংক্রান্ত ভ্যাট ও তরঙ্গ ফি বিষয়ক মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লিখিত রায়ের কপি গ্রামীণফোন চলতি বছরের ১ জুন পেয়েছে। আইন অনুযায়ী প্রাপ্য অধিকার সংরক্ষণ সাপেক্ষে গ্রামীণফোন উক্ত রায় অনুযায়ী ১৪ জুন তারিখে প্রয়োজনীয় পে – অর্ডার বিটিআরসিকে হস্তান্তর করেছে।’
চলতি বছরের জানুয়ারির দিকে আপিল বিভাগের আদেশে গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে বিভিন্ন ফি ও ভ্যাটসহ টাকা পরিশোধ করতে বলা হয়।
এরপর ১৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো: মহিউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, অপারেটরগুলোর কাছে তাদের এই পাওনা টাকার পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি টাকা। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সংশ্লিষ্ট অপারেটরদের নিকট থেকে প্রাপ্য আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তখন বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু জানান, ২০২২ সালের ২২ নভেম্বর পর্যন্ত গ্রামীণফোনের কাছে বিটিআরসিকে পাওনার পরিমাণ ১ হাজার ১৬৩ দশমিক ৮৫ কোটি টাকা।
গ্রামীণফোন আপিল বিভাগের ওই আদেশের সার্টিফাইড কপি পেয়েছে ১ জুন। এরপর ১৪ দিনের মাথায় তারা এই টাকা পরিশোধ করল।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি