ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩৬ বাজারে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভিভোর ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩৬ বাজারে এসেছে।

চলতি বছর এটি ভিভোর ওয়াই সিরিজের তৃতীয় স্মার্টফোন। এটি তুলনামূলক কম বাজেটে একটু ভিন্ন লুক আর শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন।

ভিভো বাংলাদেশ জানায়, ভাইব্রেন্ট গোল্ড এবং মেটিওর ব্ল্যাক এই দুই কালারে মিলবে ভিভো ওয়াই৩৬।

Techshohor Youtube

প্রতিষ্ঠানটি জানায়, গোল্ডেন রিপল প্রসেস ভিভো ওয়াই৩৬ এর ব্যাক সাইডে প্রিমিয়াম ক্রিস্টাল লুক রয়েছে। ফ্লোরাইড এজি গ্লাস প্রযুক্তি অন্যদের সাথে ভিভো ওয়াই৩৬ পার্থক্য তুলে ধরবে। হাতের ছাপ বা কোনো দাগের পড়বে না এতে।

ভিভো ওয়াই৩৬ তে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। পাশাপাশি ৮ জিবি র‍্যাম এবং আরও রয়েছে অতিরিক্ত ৮জিবি র‍্যাম। এতে ব্যাবগ্রাউন্ডে একসাথে ২৭টি অ্যাপ রাখা যাবে। অ্যাপ পরিবর্তনেও অপেক্ষা করতে হবে না।

ভিভো ওয়াই৩৬ এ আছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ফাস্ট চার্জিংয়ের জন্য রয়েছে ৪৪ ওয়াটের টাইপ-সি ফাস্ট চার্জার। যা নিরাপদ চার্জিং নিশ্চিত করে ব্যাটরির আয়ু বাড়াবে প্রায় ২৫ শতাংশ।

৬ দশমিক ৬৪ ইঞ্চির ফুল এইচডিপ্লাস এলসিডি ডিসপ্লে পাওয়া যাবে ভিভো ওয়াই৩৬ স্মার্টফোনে। এর ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ।

ভিভো ওয়াই৩৬ এ আছে ৫০ এমপি রিয়ার ক্যামেরা+২ এমপি বোকেহ এবং ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা। ভিভো ওয়াই৩৬ এর ডাবল এক্সপোজার মোড ব্যবহার করে দুটো ছবিকে একসাথে কম্পোজ করা সম্ভব।

স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ২৬ হাজার ৯৯৯ টাকা।

*

*

আরও পড়ুন