গুগল ম্যাপসে একাধিক স্টপকে যেভাবে রাউন্ড ট্রিপে রূপান্তরিত করা যায়

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: যখন একসাথে অনেক জায়গায় যেতে হয় তখন কিন্তু সময় নষ্ট করার মতো সুযোগ থাকে না। ‘রাউটরা’ নামে একটি ফিচার রয়েছে যা নির্দিষ্ট কোন স্থানে পৌঁছানোর জন্য খুব সহজেই পথ খোঁজে দেয়। ফিচারটি গুগল ম্যাপসেও ব্যবহার করা যায়।

গুগল ম্যাপসে বোঝা যাবে এমনভাবে একটি রুটের স্টপসগুলো সাজিয়ে নেয়া বেশ কষ্টসাধ্য। এজন্য প্রথমেই ম্যাপ থেকে সব স্থানগুলো খুঁজে বের করে স্টপ তৈরির জন্য সেরা স্থানগুলো চিহ্নিত করতে হবে। আর রাউটরার সাহায্যে গুগল ম্যাপসের সব স্টপেই সহজেই প্রবেশ করে একটি বাটনে ক্লিক করলেই এটি খুব পরিস্কারভাবে স্টোর এবং অপ্টিমাইজ হয়ে যায়। আর এখানে থেকেই ফোনে ডিরেকশন দেয়ার মাধ্যমে আপনি আপনার পথ চলতে শুরু করতে পারবেন।

রাউটরার মাধ্যমে গুগল ম্যাপসে কিভাবে রুট তৈরি করা যায়

Techshohor Youtube

সর্বপ্রথমে গুগল ক্রোমে রাউটরার এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে (এটি মাইক্রোসফট এজেও কাজ করে)। এরপর গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে রাউটরার ক্ষেত্রে একটি বিশেষ বিষয় মনে রাখতে হবে এখানে একেবারে প্রথম থেকে শেষ স্টপটি যুক্ত করতে হবে। কারণ এটি রুটের ‘সার্কেল’ তৈরি করবে। এরপর এটি সচল করতে রাউটরা এক্সটেনশনে ক্লিক করতে হবে।

এরপর ফিচারটি সাজানো স্টপগুলো নিয়ে গুগল ম্যাপসে একটি নতুন ট্যাব খুলবে। ফোনের মাধ্যমে এই রুট ব্যবহার করে সহজেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো যাবে।

গুগল ম্যাপসের সার্চ বারের ডানপাশে থাকা ‘ডিরেকশন’ আইকনে ক্লিক করতে হবে। একেবারে শুরুতেই গুগল ম্যাপস ডিভাইসের লোকেশন পূরণ করবে। আপনি যদি একটি ভিন্ন লোকেশন সেট করতে চান তাহলে তা পরিবর্তন করে নিতে হবে। নিচে থাকা টেক্সট বক্সে প্রথম গন্তব্যের ঠিকানা দিতে হবে এবং এরপর ‘এন্টার’ কীতে চাপ দিতে হবে। আরেকটি গন্তব্য যুক্ত করতে হলে ‘অ্যাড ডেস্টিনেশন’ লেখাটিতে ক্লিক করতে হবে এবং নতুন একটি গন্তব্যের ঠিকানা লিখতে হবে।

ডেস্কটপে গুগল ম্যাপস থেকে যেভাবে ফোনে ডিরেকশন পাঠানো যাবে

ডেস্কটপে গুগল ম্যাপস থেকে ফোনে এক অথবা একাধিক গন্তব্যে যাওয়ার ডিরেকশন পাঠানো যাবে। রাউটরা অপটিমাইজ করা রুটগুলো খুঁজে বের করার পর স্টপের তালিকার নিচে থাকা ‘সেন্ড ডিরেকশন টু ইয়োর ফোন’ লেখা বাটনটিতে চাপ দিতে হবে। এরপর আইফোন, আইপ্যাড এবং অ্যান্ড্রয়েডের মতো গুগল অ্যাকাউন্টের সাথে সংশ্লিষ্ট ডিভাইসগুলির একটি তালিকা চলে আসবে। এখান থেকে যে ডিভাইসে ডিরেকশন পাঠাতে চান তা ক্লিক করতে হবে। ফোন নম্বর বা ইমেইল অ্যাড্রেস গুগল অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকলে আপনার কাছে ডিরেকশনটি টেক্সট বা ইমেইল করার সুযোগ থাকবে।

অ্যান্ড্রয়েড ডিভাইসে ‘ডিরেকশন’ চলে আসলে তা নোটিফিকেশনের মতো দেখাবে। এরপর এখান থেকে গুগল ম্যাপসে ডিরেকশন ওপেন করতে হবে। রাউটরা ব্যবহার করা খুবই সহজ কিন্তু যখন একাধিক স্থানে যেতে হয় তখন এটি খুবই সময় সাশ্রয় করে। ফিচারটি আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটি ক্ষেত্রেই ব্যবহার করা যায়।

আরএপি

*

*

আরও পড়ুন