![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: সেলিব্রেটিদের হুমকি দেয়ার অভিযোগে একজন ইউটিউবার এবং সাবেক পার্লামেন্ট সদস্যকে গ্রেফতার করেছে জাপান পুলিশ।
ইউটিউবে গাসি নামে পরিচিত ইয়োশিকাজু হিগাশিতানি সেলিব্রেটিদের নিয়ে গসিপ ভিডিওর জন্য জনপ্রিয়।
স্থানীয় গণমাধ্যমগুলোর দেয়া তথ্যানুযায়ি , টোকিও পুলিশ গ্রেফতারের পরোয়ানা জারির দুইমাস পর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে জাপানে ফিরে আসেন হিগাশিতানি। তার বিরুদ্ধে গত বছরের ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে একজন অভিনেতা, উদ্যেক্তা এবং একজন ডিজাইনারকে মানহানির হুমকি দেয়ার অভিযোগ রয়েছে । তিনি ডিজাইনারের ব্যবসায়িক কার্যক্রমে বাঁধা দিয়েছেন বলেও সন্দেহ করা হচ্ছে।
হিগাশিতানি জাপানে ফিরে পুলিশের কাছে স্বেচ্ছায় জবানবন্দী দেয়ার অনুরোধ উপেক্ষা করে গিয়েছেন বারবার। এরপর মে মাসে ইউএইতে তদন্তকারীদের পাঠায় জাপান এবং হিগাশিতানিকে দেশে ফিরিয়ে দেয়ার অনুরুধ করে সেখানকার কর্তৃপক্ষকে। মার্চে জাপানের পুলিশ হিগাশিতানিকে গ্রেফতারি পরোয়ানা পাওয়ার দেশটির পররাষ্ট্রমন্ত্রনালয় তাকে পাসপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়। তবে হিগাশিতানি জানান তিনি পাসপোর্ট হারিয়ে ফেলেছেন। এরপরের মাসেই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়।
হিগাশিতানি ছিলেন জাপানের সেইজিকা-জোশি-৪৮ পার্টি নামের দল থেকে নির্বাচিত দুজন পার্লামেনন্ট সদস্যের একজন। এই দলটি জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম সংস্কারের দাবিতে সিঙ্গেল ইস্যু পার্টি হিসেবে পরিচিত।
পার্লামেন্ট সদস্য হওয়ার পর সাতমাসে নিজের বাড়ি থেকে বের হন নি হিগাশিতানি। এমনকি তিনি পার্লামেন্টের কোন অধিবেশনেও যোগ দেন নি। জাপানের গণমাধ্যমগুলো বলছে মূলত গ্রেফতার হওয়ার আতঙ্ক থেকেই তিনি পার্লামেন্টে যান নি। আইনসভার সদস্যরা দাবি করছেন, পার্লামেন্টে অনুপস্থিত থাকার জন্য ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে টোকিওতে যান । কিন্তু তিনি পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দিতে ব্যর্থ হন। এরপরিবর্তে নিজের ইউটিউব চ্যানেলে হিগাশিতানি তুরস্ক যাওয়ার ঘোষণা দেন। তুরস্কে ভূমিকম্প আক্রান্তদেরকে নিজের বেতদের অর্থ দান করতে সেখানে যাচ্ছেন বলে জানান। তার অনুপস্থিতি সিনেট সদস্যদের ক্ষুব্ধ করে তুলে। সিনেট সদস্যরা সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের পক্ষে ভোট দেন।
বিবিসি/আরএপি