ল্যাপটপ অতিরিক্ত উত্তপ্ত হয়ে যাওয়া কতোটা বিপদজনক ?

ল্যাপটপে চলছে কাজ। ছবি : ইন্টারনেট

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : সাধারনত কাজ করার সময় ল্যাপটপ থেকে তাপ বের হয়। তবে অতিরিক্ত তাপ অথবা একটি নির্দিষ্ট স্থান থেকে তাপ নিঃসরন কোন একটি সমস্যাকেই ইঙ্গিত করে। ল্যাপটপ বেশি উত্তপ্ত হলে হঠাৎ করে তা বন্ধ হয়ে যেতে পারে, অভ্যন্তরীণ ফ্যান থেকে খুব বেশি শব্দ আসতে পারে এবং এর পারফর্মেন্স কমে যেতে পারে। তাই কাজ করার সময় ল্যাপটপটি বেশি গরম হয়ে পড়লে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। ভাবি ‘এটি কি অতিরিক্ত গরম হলো? ল্যাপটপটিতে কি সমস্যা?

যে কোন কারণেই ল্যাপটপ গরম হয়ে যেতে পারে গরম হয়ে ল্যাপটপটি বিস্ফোরিত হতে যেতে পারে কেউ যদি এ ধরনের ভয় করেন তা অমূলক নয়। তবে আতঙ্কগ্রস্ত হওয়ার আগে গরম হওয়ার কারণটি বুঝতে হবে। ল্যাপটপে খুবই আঁটসাট জায়গায় অনেক যন্ত্র একসাথে প্যাকড করা থাকে। এসব যন্ত্রাংশের মধ্যে পিক্সেল ছুটছে, ডাটা ক্রাঞ্চ করছে এমনকি সর্বশেষ সংস্করনের এএএ গেমসও খেলা হচ্ছে।

কাজ করার সময় এ ধরনের ইলেক্ট্রনিক পণ্য থেকে স্বাভাবিকভাবেই তাপ বের হয়। তবে বেশিরভাগ আধুনিক ল্যাপটপ পরিচালনার সময় উচ্চ তাপমাত্রা নিয়ন্ত্রন করতে পারে এভাবেই তৈরি করা। তাপমাত্রা নিয়ন্ত্রনের জন্য এখানে বিল্ট ইন কুলিং মেকানিজম থাকে। ফ্যান, হিট সিঙ্ক এবং থার্মাল পেস্ট মিলে তাপমাত্রা কমানোর কাজ করে এবং ল্যাপটপটি নিরবিচ্ছন্নভাবে চলতে থাকে। তাই ল্যাপটপ গরম হয়ে পড়া খুবই স্বাভাবিক একটি বিষয়।

Techshohor Youtube

কিছু কিছু ক্ষেত্রে তাপমাত্রা বিপদজনক ল্যাপটপ উত্তপ্ত হয়ে পড়া সবসময়ই স্বাভাবিক বিষয় নয়। সব ল্যাপটপের তাপ সমানভাবে তৈরি হয় না। খুব নিবিঢ়ভাবে কাজ করার সময় ল্যাপটপ গরম হওয়া স্বাভাবিক বিষয়। কিছু কিছু সময় এই তাপ সমস্যার সৃষ্টি করতে পারে। খেয়াল রাখতে হবে নিষ্ক্রিয় থাকা অবস্থাতেও যদি শুধুমাত্র স্পর্শেই ল্যাপটপ গরম হয়ে পড়ে অথবা নির্দিষ্ট কোন স্থান থেকে তাপ নিঃসরিত হয় তাহলে তা স্বাভাবিক নয়। সিপিইউ এবং জিপিইউ থেকে তাপ নিঃসরিত হয়। এই যন্ত্রাংশগুলো উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারলেও দীর্ঘসময় ধরে তা অব্যাহত থাকলে স্থায়ী ক্ষতির আশঙ্কা থাকে। যদি ল্যাপটপের নিচের অংশ কী বোর্ডের জায়গায় (অনেক সময় এটি সিপিইউ এবং জিপিইউর উপরে থাকে) অস্বস্তিকরভাবে গরম মনে হয় তাহলে বিষয়টি খতিয়ে দেখা দরকার।

ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যাওয়ার লক্ষণ

ল্যাপটপটি উদ্বিগ্ন হওয়ার মত উত্তপ্ত কিনা তা শনাক্ত করতে হবে। এক্ষেত্রে বিপদ আঁচ করার বিভিন্ন লক্ষণ রয়েছে। হঠাৎ করে ল্যাপটপ বন্ধ হয়ে যাওয়া এমনই একটি আভাস। কারণ অতিরিক্ত তাপ থেকে হার্ডওয়্যারকে রক্ষা করাতে এটি ল্যাপটপের সর্বশেষ প্রচেষ্টা। বিপদের আরেকটি লক্ষণ হচ্ছে খুব অল্প কাজ করলেই ল্যাপটপের ভেতরের ফ্যানটি উচ্চশব্দে চলা। এছাড়াও ল্যাপটপ বেশি গরম হলে এর কার্যক্ষমতাও কমে আসে। আর যখন দেখা যায় ঠান্ডা থাকা অবস্থায় ল্যাপটপটি বেশ ভালোভাবে চলে কিন্তু গরম হয়ে গেলেই তা বন্ধ হয়ে যায় অথবা শ্লথ হয়ে পড়ে।

ল্যাপটপ গরম হয়ে পড়লে কি করা যায়?

ল্যাপটপ কি খুব বেশি গরম হয়ে পড়েছে? এটি ঠান্ডা করার কিছু উপায় রয়েছে। প্রথমেই ল্যাপটপের বাইরের পরিবেশ খেয়াল করতে হবে। ল্যাপটপের ভেতরে বাতাস চলাচলের ফাঁকফোকরগুলো আটকে পড়ে নি এ বিষয়টি নিশ্চিত হতে হবে। এরপর বিছানা অথবা কুশনের মতো নরম জায়গায় ল্যাপটপ ব্যবহার করা যাবে না। ল্যাপটপ কুলিং প্যাড ব্যবহার করতে হবে। এই ডিভাইটি ল্যাপটপের চারপাশে বাতাস চলাচল বৃদ্ধি করে এবং বিল্ট ইন কুলিং সিস্টেমকে সহায়তা করে।

ল্যাপটপ নিয়মিত পরিস্কার রাখতে হবে। কারণ ধূলাময়লা জমলে ল্যাপটপের বায়ু চলাচলের রাস্তা আটকে যায়, যন্ত্রাংশগুলো ঢেকে যায় এবং ল্যাপটপ গরম হয়ে পড়ে। কম্প্রেসড এয়ারের ক্যান এক্ষেত্রে খুব ভালো কাজে দেয়। যদি এসবের একটিও কাজে না লাগে সেক্ষেত্রে দক্ষ কারো পরামর্শ নিতে হবে। কারণ মাত্রাতিরিক্ত তাপ ফ্যান ফেইল হয়ে যাওয়া অথবা থার্মাল পেস্ট অবদমিত হওয়ার মতো আরো বিপদজনক কিছুর আভাস দেয়। এক্ষেত্রে বিশেষজ্ঞদের হস্তক্ষেপ প্রয়োজন।

*

*

আরও পড়ুন