এলইডি বাল্ব কি পুড়ে যায় ?

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: সাধারন বাল্বগুলোর যখন মেয়াদ শেষ হয়ে যায় তখন এর ফিলামেন্ট পুড়ে বাল্বটির ভেতর ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। তবে এটি নির্ভর করে লাইটবাল্ব কতোটা শক্তিশালী। অন্যদিকে এলইডি বাল্বগুলো কিন্তু পুড়ে যায় না। সাধারন বাল্বগুলোর তুলনায় এই বাল্বগুলো অনেকটাই ভিন্নভাবে কাজ করে।

সাধারন বাল্বে একটি ফিলামেন্টের মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহ প্রেরণ করে কাজ করে। যতক্ষণ পর্যন্ত ফিলামেন্টটি লাল হয়ে উত্তপ্ত হয় এবং লাইট বিচ্ছুরণ করতে না থাকে ততক্ষণ এ প্রক্রিয়া চলতে থাকে। এলইডি হচ্ছে আলো নিঃসরনকারী ডায়োড। যখন একটি বিশেষ ডায়োড বিদ্যুতের মাধ্যমে উদ্দীপিত হয় তখন আলো নির্গত হয়। ডায়োডকে পরিচালনা করা ইলেক্ট্রিক্যল সিস্টেমে ভয়াবহ কোন বিপর্যয় না হলে এটি কখনোই ‘পুড়ে’ যাবে না। তবে সময়ের সাথে সাথে এলইডি বাল্বের কার্যকারীতা কমতে থাকে। সাধারনত দেখা যায় একটি এলইডি লাইটের জীবনকাল ‘৫০ হাজার ঘন্টা’।

তবে এর অর্থ এই না যে ৫০ হাজার ঘন্টা আলো দেয়ার পর এলইডি লাইট জ্বলে যাবে। তবে এই হিসাবটি দিয়ে বোঝানো হয়েছে ৫০ হাজার ঘন্টা পর এলইডি বাল্ব তার পর্যাপ্ত দক্ষতা হারাতে থাকবে এবং একেবারের শুরুর মতো এটি আর উজ্জ্বল আলো দিতে পারবে না। তত্ত বলে এলইডি লাইট বাল্ব ১০ লক্ষ বছর বা এরও বেশি সময় পর্যন্ত টিকে। কিন্তু দেখা যায় শেষ সময়ে এসে এলইডি বাল্বে ডিম লাইটের মতো টিমটিম করে আলো দিতে থাকে।

Techshohor Youtube

আপনি যদি দীর্ঘমেয়াদে টিকে থাকবে এমন এলইডি বাল্ব পেতে চান তাহলে এর প্রযুক্তিগত বিষয়গুলো জানতে বাল্বের বক্স অথবা অনলাইনে দেখানো পণ্যটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। অনেক সুন্দর এলইডি বাল্বে এল৮০,এল৯০ অথবা ‘্মঃ; এল৯০’ রেটিং দেয়া থাকে। এই রেটিংগুলো মূলত বাল্বগুলো নির্দিষ্ট সময়ে পর টিকে থাকার হারকে নির্দেশ করে। অর্থাৎ যে বাল্বে এল৮০ রেটিং দেয়া রয়েছে বোঝতে হবে ৫০ হাজার ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর নতুন অবস্থায় তুলনায় এটি ৮০ শতাংশ উজ্জ্বল থাকবে। অন্যান্য রেটিংয়ের ক্ষেত্রেও একই হিসাব প্রযোজ্য।

আবার সিআরআই (কালার রেন্ডারিং ইনডেক্স) রেটিং দেয়া থাকে বাল্বের বক্সে। এটি সিআরআই-৮০, সিআরআই ৯০ এবং সিআরআই ৯০ মাইনাস এভাবেও থাকে। তবে এই নম্বরগুলিকে এল-রেটিংয়ের সাথে গুলিয়ে ফেলা যাবে না। এই রেটিংয়ের অর্থ মধ্যাহ্নের সূর্য্যালোকের মতো আলো কতোটা উজ্জ্বল। সংখ্যাটি ১০০ এর যত কাছাকাছি হবে তত ভালো।

এলইডি পুড়ে যায় না কিন্তু এর সার্কিট ফেইল হতে পারে

এলইডি বাল্বগুলো পুড়ে না গেলেও বহুদিন ব্যবহারের পর তা ধীরে ধীরে অনুজ্জ্বল হয়ে পড়ে। কিন্তু এরপরেও কেন মাঝে মাঝে মনে হয় বাল্বটি পুড়ে গিয়েছে? এটি মূলত বাল্বের ভেতরে অভ্যন্তরীণ সার্কিটারি; এলইডি নিজে নয়। যদিও সার্কিট ফেইল হলে এলইডি ক্ষতিগ্রস্ত হয়।

একটি সাধারন বাল্বে আলো তৈরি করার জন্য মাঝখানে ফিলামেন্টের সাথে একটি সাধারন সার্কিটের চেয়ে আর বেশি কিছু থাকে না। অন্যদিকে এলইডি বাল্বে একাধিক যন্ত্রাংশের সাথে একটি ছোট সার্কিট বোর্ডও থাকে। ফলে যদি মনে হয় এলইডি বাল্ব ‘পুড়ে গিয়েছে’ তাহলে বোঝতে হবে এই সার্কিট বোর্ডের কোন যন্ত্র বিকল হয়েছে। এছাড়া বাল্বটিতে উৎপাদনগত কোন ত্রুটি অথবা মাত্রাতিরিক্ত উত্তপ্ত হয়ে পড়লেও এমনটি হয়।

তাই এলইডি বাল্ব অথবা লাইট স্ট্রিপসে যদি অর্থের অপচয় না চাই তাহলে প্রতিষ্ঠিত কোম্পানির তৈরি মানসম্মত পণ্য কিনতে হবে।

*

*