দেশে মোবাইল উৎপাদনে ভ্যাট বাড়ল

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে মোবাইল ফোন উৎপাদনের বিভিন্ন পর্যায়ে ভ্যাটের হার দুই থেকে আড়াই শতাংশ বাড়ছে।

বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় সংসদে বেলা তিনটায় বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তব্যে মোবাইল ফোনের উৎপাদক কর্তৃক স্থানীয় উৎপাদন পর্যায়ে ০ শতাংশের পরিবর্তে ২ শতাংশ, সংযোজন পর্যায়ে যথাক্রমে ৩ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ এবং ৫ শতাংশের পরিবর্তে সাড়ে ৭ শতাংশ মূসক আরোপপূর্বক প্রজ্ঞাপন জারির প্রস্তাব দেয়া হয়েছে।

Techshohor Youtube

এছাড়া প্রজ্ঞাপনে শর্ত যৌক্তিককরণ এবং নতুন শর্ত সংযোজনের প্রস্তাবও আনা হয়েছে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে প্রথম বাজেট এই ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। এটি স্বাধীন বাংলাদেশের ৫২তম বাজেট ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ২৩ তম বাজেট।

এবারের বাজেট ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার ।

*

*

আরও পড়ুন