বাজেটে দেশীয় সফটওয়্যার খাতের সুরক্ষায় গুরুত্ব

Software-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশীয় সফটওয়্যার খাতের সুরক্ষার কথা বলা হয়েছে এবারের ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে।

বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় সংসদে বেলা তিনটায় বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে বলা হয়েছে, ‘কিছু সংখ্যক সফটওয়্যার আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক বিদ্যমান থাকলেও অধিকাংশ সফটওয়্যারের ক্ষেত্রে ২৫ শতাংশ আমদানি শুল্ক রয়েছে। তাই দেশীয় সফটওয়্যার শিল্পের প্রতিরক্ষণের বিষয়কে গুরুত্ব দিয়ে সফটওয়্যার আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ আমদানি শুল্কের সঙ্গে ১৫ শতাংশ মূসকও আরোপের প্রস্তাব করা হয়েছে।’

Techshohor Youtube

তবে অন্যদিকে সফটওয়্যারের উৎপাদন ও কাস্টমাইজেশন পর্যায়ে ৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করা হয়েছে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে প্রথম বাজেট এই ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। এটি স্বাধীন বাংলাদেশের ৫২তম বাজেট ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ২৩ তম বাজেট।

এবারের বাজেট ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার ।

*

*

আরও পড়ুন