![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে দুই হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় সংসদে বেলা তিনটায় বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।
গত অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল দুই হাজার ৪৮৭ কোটি টাকা। যা পরে সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ৩ হাজার ৪৪ কোটি টাকা।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে প্রথম বাজেট এই ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। এটি স্বাধীন বাংলাদেশের ৫২তম বাজেট ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ২৩ তম বাজেট।
এবারের বাজেট ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার ।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি