অ্যামটব মহাসচিব হলেন মোহাম্মদ জুলফিকার

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার (অবসরপ্রাপ্ত)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মোবাইল ফোন অপারেটরদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ’ বা অ্যামটবের নতুন মহাসচিব হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার (অবসরপ্রাপ্ত) ।

তিনি বর্তমান মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদের (অবসরপ্রাপ্ত) স্থলাভিষিক্ত হবেন। ২০২৩ সালের জুন মাস হতে তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন ।

তবে এ নিয়োগ বিষয়ে অ্যামটব কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা যিনি অ্যামটব বোর্ডে রয়েছেন তিনি এই নিয়োগের তথ্য নিশ্চিত করেছেন।

Techshohor Youtube

চলতি সপ্তাহেই এ নিয়োগ বিষয়ে অ্যামটব আনুষ্ঠানিকভাবে জানাবে বলে জানা গেছে।

এরআগে তিনি এমএনপি (মোবাইল নম্বর পোর্টাবিলিটি) প্রতিষ্ঠান ইনফোজিলিওনের সিইও ছিলেন।

বুয়েট হতে কম্পিউটার প্রকৌশলে স্নাতক মোহাম্মদ জুলফিকার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পরিচালক, এনএসআইয়ের উপ-পরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ ২৫ বছর টেলিকম এবং আইটি সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন।

অ্যামটবে সাধারণ সদস্য হিসেবে রয়েছে বাংলালিংক, গ্রামীণফোন, রবি, টেলিটক এবং সিটিসেল। এর বাইরে সহযোগী সদস্য আছে মোবাইল নেটওয়ার্ক সল্যুশন প্রোভাইডার এরিকসন, হুয়াওয়ে এবং নকিয়া।

*

*

আরও পড়ুন