চ্যাটজিপিটি নিয়ে কানাডায় প্রাদেশিক ও কেন্দ্রীয়ভাবে যৌথ তদন্ত শুরু

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: চ্যাটজিপিটি সৃষ্টিকারী কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে কানাডার কেন্দ্রিয় ও প্রাদেশিক পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। কোম্পানিটির বিরুদ্ধে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেয়ার অভিযোগের প্রেক্ষিতে এই যৌথ অনুসন্ধান শুরু করা হয়েছে।

এক বিবৃতিতে জানা গিয়েছে, এপ্রিলে অফিস অব দ্য প্রাইভেসি কমিশনার অব কানাডার শুরু করা তদন্তে আলবার্টা, ব্রিটিশ কলম্বিয়া এবং কুইবেক কর্তৃপক্ষ যোগ দিয়েছে। কারণ এ ইস্যুটি পুরো দেশকেই প্রভাবিত করবে। বিবৃতিতে আরো বলা হয়, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার বিশাল সুযোগ ও ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে এর গুরুত্ব এবং কানাডার সব নাগরিক এর সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার কারণে চারটি অফিস যৌথভাবে বিষয়টি তদন্ত করে দেখতে একমত হয়েছে।’

যে অভিযোগের ভিত্তিতে তদন্তটি পরিচালনা করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে, কোম্পানিটি (ওপেনএআই) ব্যবহারকারীর সম্মতি ছাড়াই চ্যাটজিপিটির মাধ্যমে তার ব্যক্তিগত তথ্যাদি বেআইনিভাবে সংগ্রহ, ব্যবহার ও প্রকাশ করে থাকে। ওপেনএআই কানাডার চ্যাটজিপিটির ব্যবহারকারীদের থেকে তথ্য শেয়ার করার কোন ‘বৈধ ও অর্থপূর্ণ’ সম্মতি পেয়েছে কিনা তা খুঁজে বের করতেই যৌথ তদন্তটি শুরু করা হয়েছে।

Techshohor Youtube

বিবৃতিতে আরো বলা হয়, ফেডারেল আইনের সাথে ‘একইরকম’ হওয়ার কারণে প্রাদেশিক ও কেন্দ্রিয় প্রাইভেসি অফিস ইস্যুটি নিয়ে একসাথে কাজ করবে। ওপেনএআই ক্যালিফোর্নিয়াভিত্তিক গবেষণা ও উন্নয়ন বিষয়ক কোম্পানি। বিশে^র অন্যতম ধনী ব্যক্তি ও বিনিয়োগকারী ইলন মাস্ক এর সহ-প্রতিষ্ঠাতা। কোম্পানিটিতে আরো পৃষ্ঠপোষকতা করছে মাইক্রোসফট ও বিলিয়নিয়ার উদ্যেক্তর পিটার থিয়েল। চ্যাটজিপিটি এমন একটি প্রোগ্রাম যা বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া অথবা কাজ করার সময় মানুষের মতো করেই প্রতিক্রিয়া করতে পারে।

ইমেইল লেখা, জটিল কম্পিউটার কোড লেখা থেকে শুরু করে গ্রীষ্মকালীন ছুটি কাটানোর পরিকল্পনাও করতে পারে চ্যাটবটটি। গত বছরের নভেম্বরে চ্যাটবটটি আসার পর থেকেই বিপুল জনপ্রিয়তা অর্জন করে। পাশাপাশি সফটওয়্যারটি ঘিরে ব্যাক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই। এরইমধ্যে এ ধরনের আশঙ্কার প্রেক্ষিতে প্রথম দেশ হিসেবে ইতালি সাময়িকভাবে প্রোগ্রামটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

অ্যাপটি গোপনীয়তা আইন লঙ্ঘন করেছে এমন সন্দেহের উপর ভিত্তি করে দেশটির ডাটা প্রোটেশশন অথরিটি এপ্রিলে একটি তদন্ত শুরু করেছে। এরই ধারাবাহিকতায় দেশটিতে চ্যাটজিপিটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সিবিসি/আরএপি

*

*

আরও পড়ুন