![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: যুক্তরাষ্ট্রভিত্তিক মাল্টিন্যাশনাল সেমিকন্ডাকটর কোম্পানি এএমডি তাদের তৈরি প্রসেসরগুলোকে হাইব্রিড আর্কিটেকচারের মাধ্যমে আরো শক্তিশালী করতে চাইছে। বড়, কর্মদক্ষতাভিত্তিক কোর ও ছোট, দক্ষ কোরের মতো স্মার্টফোনের জন্য অত্যাবশকীয় হাইব্রিড কোর এখানে ব্যবহার করা হবে।
এএমডির সিটিও মার্ক পেপারমাস্টার নিশ্চিত করেছেন , ভবিষ্যতে এএমডি রেইজেন চিপগুলো ‘আমরা উচ্চ-দক্ষতা কোরের সাথে শক্তি সাশ্রয়ী কোরগুলো মিশ্রিত করা হবে।’ এএমডি এরইমধ্যে জেন ফোরসি নামের তাদের দক্ষ কোরগুলো নিয়ে কথা বলছে। এগুলো পরবর্তী প্রজন্মের ইপিক সার্ভার চিপসে পাওয়া যাবে। তবে এগুলো এখন পর্যন্ত পিসি প্রসেসরেও দেয়া হয় নি। তবে ডেস্কটপ পিসিতে এটি ব্যবহার হতে পারে বলে জানিয়েছেন সিটিও মার্ক ।
বর্তমানে এএমডির সবচেয়ে জনপ্রিয় চিপ রেইজেন৯ ৭৯৫০এক্স। এর ফিচার ১৬ কোর ; তবে এগুলোর সবই অভিন্ন জেন ফোর কোরের। অন্যদিকে ইন্টেল পারফর্মেন্স ও ইফিসিয়েন্সি কোর ব্যবহার করেছে। এতে করে কোরটি ইন্টেল কোর আই৯-১৩৯০০কে ২৪ পর্যন্ত হয়েছে।
আরএপি
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি