সলিড স্টেট ব্যাটারি উৎপাদনে স্যামসাংয়ের বড় অগ্রগতি

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: অন্যান্য বড় কোম্পানিগুলোর মতো স্যামসাংও নতুন সলিড-স্টেট প্রযুক্তি নিয়ে নিরলসভাবে কাজ করছে। দেরিতে হলেও এক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি বেশ অগ্রগতি করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এটি স্মার্টফোন এবং ইলেক্ট্রিক গাড়ি মোবিলিটির ক্ষেত্রে নতুন যুগের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। লিথিয়াম আয়ন অথবা লিথিয়াম পলিমার ব্যাটারির মতো এই ব্যাটারির ভেতরে পলিমার বা লিকুইড জেল থাকে না। এর পরিবর্তে থাকে ইলেক্ট্রোডেটস এবং সলিড ইলেক্ট্রোলাইট থাকে। সলিড স্টেট ব্যাটারি মূলত শক্তির ঘনত্ব বৃদ্ধি করে, একই ভলিউমের মডেলের মধ্যে আরো বেশি সক্ষমতা থাকে।

সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুটি পৃথক শাখা নতুন প্রযুক্তিকে একটি প্রকৃত পণ্যে অর্ন্তভুক্তির চেষ্টা করবে। স্যামসাংয়ের ইলেক্ট্রো-মেকানিকস বিভাগ স্মার্ট ও মোবাইল ডিভাইসের জন্য সলিড স্টেট ব্যাটারি সরবরাহের চেষ্টা করবে। অন্যদিকে স্যামসাং এসডিআই ইলেক্ট্রিক গাড়ি খাতের জন্য সালফাইড ইলেক্ট্রোলাইটসহ সলিড-স্টেট ব্যাটারি তৈরি করবে।

Techshohor Youtube

চীনের প্রযুক্তি কোম্পানি শাওমি বেশ কিছুদিন ধরেই সলিড-স্টেট ব্যাটারি প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং এই প্রযুক্তিতে বেশ অগ্রগতি করেছে। তবে এক্ষেত্রে সবচেয়ে প্রতিশ্রুতিশীল কোম্পানি হচ্ছে যুক্তরাষ্ট্রের কোয়ান্টামস্কেপ। কোম্পানিটি এরইমধ্যে নির্দিষ্ট গাড়ি নির্মাতাদের সাথে কাজ করছে এবং এর সহযোগিদের পরীক্ষা করে দেখার জন্য প্রটোটাইপ সরবরাহ করেছে। এক দশকেরও বেশি সময় ধরে অক্সাইডভিত্তিক সলিড-স্টেট ব্যাটারির প্রটোটাইপ নির্মাণে কাজ করছে এবং সম্প্রতি সফলতার দেখা পাচ্ছে।

আরএপি

*

*

আরও পড়ুন