আইওএসের জন্য স্বতন্ত্র চ্যাটজিপিটি অ্যাপ আনলো ওপেনএআই

Boy holding a smartphone iPhone 14 Pro with ChatGPT artificial intelligence chatbot app on the screen. White background. Rio de Janeiro, RJ, Brazil. March 2023.

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: আইওএস ব্যবহারকারীদের জন্য একটি স্বতন্ত্র চ্যাটজিপিটি অ্যাপ উন্মোচন করেছে ওপেনএআই। অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড ও ব্যবহার করা যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এআই গবেষণাধর্মী কোম্পানিটি।

এই অ্যাপটির সাহায্যে বটে খুব সহজে চ্যাট করা যাবে এবং এখানে বেশ কয়েকটি ঝরঝরে বৈশিষ্ট্যও যোগ করা হয়েছে। এছাড়াও কোম্পানির ওপেন সোর্স স্পিচ রিকগনিশন মডেল হুইসপারের মাধ্যমে অ্যাপটিতে ভয়েস ইনপুট সমর্থন করে। চ্যাটজিপিটির ওয়েব ভার্সন এবং অন্যান্য যেসব ডিভাইসে লগ ইন করা হয়েছে সেখান থেকে ব্যবহারকারীর চ্যাট হিস্টোরিগুলোও সিঙ্কোনাইজ করে অ্যাপটি।

চ্যাটজিপিটি প্লাস সাবসক্রাইবাররা নতুন সংস্করন জিপিটি-৪ ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে যেসব ফিচার আসার সম্ভাবনা রয়েছে সেগুলোয় প্রাথমিক অ্যাক্সেস পাবে এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারবে। এই মুহুর্তে যুক্তরাষ্ট্রের আইওএস ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তবে অন্যান্য দেশের ব্যবহারকারীরা এই মুহুর্তে তা পাচ্ছেন না।

Techshohor Youtube

আরএপি

*

*

আরও পড়ুন