এআই প্রযুক্তির কল্যাণে মৃত্যুর পরেও অভিনয় করবেন টম হ্যাঙ্কস

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: মৃত্যুর পরেও অভিনয় অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক টম হ্যাঙ্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার ছবি পুনঃনির্মানের মাধ্যমে তাকে এখনকার মতোই চলচ্চিত্রে দেখা যাবে।

তবে এখানে কিছু শৈল্পিক ও আইনগত চ্যালেঞ্জ আছে বলেও স্বীকার করেছেন টম হ্যাঙ্কস। সঙ্গীতশিল্পী নেইল টেন্যান্ট সম্প্রতি বলেছেন গানের কাজগুলো শেষ করতে শিল্পীরা এআই প্রযুক্তি ব্যবহার করবেন। নেইলের এ মন্তব্যের পরপরই এআই নিয়ে এমন সম্ভাবনার কথা জানালেন টম হ্যাঙ্কস।

৬৬ বছর বয়সী টম হ্যাঙ্ককে দ্য অ্যাডাম বক্সটন পডকাস্টের সর্বশেষ পর্বে নতুন প্রযুক্তির আইনি প্রভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন, ‘এটি সবসময়ই দীর্ঘায়িত হয়েছে। এই প্রথমবারের মতো আমরা এমন একটি চলচ্চিত্র বানিয়েছি যেখানে আমাদের বিশাল পরিমান ডাটা একটি কম্পিউটারে লক হয়ে আছে। সর্বোপরি আমরা দেখতে কেমন তা এই চলচ্চিত্রে লক অবস্থায় রয়েছে। সিনেমাটির নাম দ্য পোলার এক্সপ্রেস।’ উল্লেখ্য, ২০০৪ সালে সর্বপ্রথম পোলার এক্সপ্রেস চলচ্চিত্রটি উন্মোচিত হয়। ডিজিটাল মোশন ক্যাপচার প্রযুক্তি ব্যবহার করে এটিই প্রথম পুরোপুরি এনিমেটেড চলচ্চিত্র।

Techshohor Youtube

তিনি আরো বলেন, ‘আমি জানি সব গিল্ড, সব সংস্থা এবং আইনি প্রতিষ্ঠানগুলো আমার মুখয়াবব ও কন্ঠের আইনি প্রভাব নিয়ে আলোচনা করছে। আমি যদি এখন ৩২ বছর বয়সী চরিত্রে একসাথে সাতটি চলচ্চিত্রে অভিনয় করতে চাই তাহলে এ সময়ে এসে সম্ভব। এআই অথবা ডিপফেইক প্রযুক্তি ব্যবহার করে যে কেউ এখন নিজেদের যেকোন বয়সী হিসেবে উপস্থাপন করতে পারে। এআই ও ডিপফেইক না বোঝলে কোনটি আমি আর কোনটি আমি নই তা বোঝানো সম্ভব হবে না।’ হ্যাঙ্কস আরো বলেছেন, ‘এটি অবশ্যই একটি শৈল্পিক চ্যালেঞ্জ; পাশাপাশি আইনিও।

একই ধরনের প্রযুক্তি সম্প্রতি নতুন চলচ্চিত্র ইন্ডিয়ানা জোনসে ব্যবহার করা হয়েছে। এখানে ৮০ বছর বয়সী হ্যারিসন ফোর্ডকে সিনেমার শুরুর দিকে তরুন বয়সী দেখানো হয়েছে। চলচ্চিত্র নির্মাতারা তরুন ফোর্ডের আর্কাইভ করা উপাদানগুলো নতুন ফুটেজের সাথে মিলিয়েছেন; যা ১৯৪৪ সালের ইন্ডিয়ানা জোনসের সাথে রীতিমতো বিভ্রম সৃষ্টি করেছে। হ্যাঙ্কস স্বীকার করেছেন প্রযুক্তিগত উন্নয়নের ফলে এআইয়ের মাধ্যমে তার এমন সংস্করন তৈরি করা হবে যা তিনি বাছাই করেন নি এমন চলচ্চিত্রেও ব্যবহৃত হতে পারে।

বিবিসি/আরএপি

*

*

আরও পড়ুন