![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি নিয়েছে টেলিযোগাযোগ খাতের সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলো।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার টেকশহর ডটকমকে জানান, টেলিযোগাযোগ বিভাগের অধীনের সকল সংস্থা ও কোম্পানিকে আরও আগেই ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
‘বিটিআরসি, বিসিএসসিএল, বিটিসিএলসহ মোবাইল ফোন অপারেটরগুলোকে ঘূর্ণিঝড় ও ঘূর্ণিঝড় পরবর্তী টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবস্থা ঠিক রাখতে উদ্যোগ নিতে বলা হয়েছে। বিকল্প হিসেবে দুর্গম ও ক্ষতিগ্রস্থ এলাকায় স্যাটেলাইটের মাধ্যমে জরুরি যোগাযোগ স্থাপনেরও প্রস্তুতি রয়েছে’ বলছিলেন তিনি।
বিটিআরসি জানায়, তারা একটি মনিটরিং টিম গঠন করেছে। তাদের কন্ট্রোল রুম মূলত বিটিআরসিতে গঠিত মনিটরিং টিম এবং মোখা মোকাবিলায় উপকূলী এলাকায় কার্যরত লাইসেন্সিসমূহ কিভাবে কাজ করছে তার মধ্যে সমন্বয় করা হচ্ছে। এছাড়া মোবাইল অপারেটর, এনটিটিএন, আইএসপি এবং সংশ্লিষ্ট অনান্য লাইসেন্সি উপকূলীয় এলাকায় কার্যক্রম গ্রহণে যেকোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে তা ও কন্ট্রোল রুমকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিটিআরসির কন্ট্রোল রুমের নম্বরগুলো হচ্ছে : +০৮৮০ ১৫৫২-২০২৮৫৪, +০৮৮০ ১৫৫২-২০২৮৮৬।
মোবাইল ফোন অপারেটরগুলো জানিয়েছে, এলাকাগুলোতে নিজ নিজ কার্যালয়ে তারা কন্ট্রোল রুম স্থাপন করেছে এবং নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখতে পাওয়ার ব্যাকআপ নিশ্চিতকরণের জন্য পর্যাপ্ত ব্যাটারি, ডিজেল জেনারেটর, পোর্টেবল জেনারেটর ও দুর্যোগকালীন সময়ে যাতায়াতের জন্য অতিরিক্ত যানবাহনের ব্যবস্থা করেছে।
গ্রামীণফোন ঘূর্ণিঝড় কবলিত এলাকার জন্য বিনামূল্যে টেলিযোগাযোগ সেবা দিচ্ছে। তাদের জরুরি যোগাযোগের নম্বরগুলো হলো- ০১৭১১৫০৫৩৬৮, ০১৭১১০৮১১০১, ০১৭১১০৮১৮০৪।
ঘূর্ণিঝড় পরিস্থিতি সম্পর্কে সচেতন করতে এসএমএস এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার পাশাপাশি মোবাইল রিচার্জ সহজ করতে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বাংলালিংক। বাংলালিংকের জরুরি যোগাযোগ নম্বরগুলো হলো- ০১৯৬২৪২৪৫৬৫, ০১৯১১৩১০৭৯৫, ০১৯৬২৪২৪৭০৬।
রবির গ্রাহকরা যেকোনো সময় *৮# ডায়াল করলেই পাবেন ইমার্জেন্সি ব্যালেন্স, মিনিট ও ইন্টারনেট। রবির জরুরি নম্বরগুলো হলো- ০১৮১৭১৮৩৬৮, ০১৮১৯২১০৩৫০ ।
টেলিটক তাদের কোর সাইট ও হাব সাইটের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সব জেনারেটরের যান্ত্রিক ত্রুটি দূর করে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের পাশাপাশি বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করেছে। এ ছাড়া একটি রেসপন্স টিম ও কন্ট্রোল রুম করেছে। ইমার্জেন্সি রিসপন্স টিমের নম্বরগুলো হলো- ০১৫৫০১৫৫০৪৫, ০১৫৫০৫১৫৫০৩৪, ০১৫৫০১৫৫০৫৩ আর কন্ট্রোল রুমের নম্বর-০২৩৩৩৩১৫৯০০, ০১৫৫৫১৫৫২১১।
এছাড়া এটুআই জানায়, ৩৩৩ তে ফ্রি কল করার মাধ্যমে ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য, সতর্ক সংকেত ও আবহাওয়া বার্তা এবং জরুরি সহায়তা পাওয়া যাবে।