অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যেভাবে ক্যাশ পরিস্কার করা যায়


টেকশহর কনটেন্ট কাউন্সিলর: ক্যাশ বলতে বিভিন্ন অস্থায়ী ফাইলকে বোঝায় যা সময়ের সাথে সাথে অ্যাপস স্টোরে সঞ্চয় হয়ে থাকে। ক্যাশ ডাটা উপকারী এটি অ্যাপগুলোকে দ্রুত লোড হতে এবং মসৃনভাবে চলতে সহায়তা করে। তবে একটি ফোন দীর্ঘদিন ব্যবহার করতে থাকলে ক্রমে এসব ক্যাশ জমে জমে অনেক বড় আকার ধারণ করে এবং ফোনের মূল্যবান জায়গা নষ্ট করে ফেলে। ফোনটি অ্যান্ড্রয়েড হলে খুব সহজেই এসব ক্যাশ পরিস্কার করা যায়।

অ্যান্ড্রয়েড ফোন থেকে ক্যাশ পরিস্কারের জন্য ফোনের ‘সেটিং’ অ্যাপ চালু করতে হবে। এখান থেকে ‘অ্যাপস’ ক্যাটাগরিতে যেতে হবে। এরপর বর্ণের ক্রমঅনুসারে ফোনে ইনস্টল করা অ্যাপগুলোর তালিকা চলে আসবে। এরপর ‘স্টোরেজ’ লেখা সাবসেকশন থেকে ‘ক্লিয়ার ক্যাশ’ তে চাপ দিতে হবে।

একই নিয়মে যে কোন অ্যান্ড্রয়েড ফোন থেকে ক্যাশ ডিলিট করা যাবে। এ কাজ করার সময় কোন ডাটা হারিয়ে যাবে না অথবা কোন অ্যাকাউন্ট লগ আউট করার প্রয়োজন হবে না। তবে কোন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা হচ্ছে তার ভিন্নতার ওপর প্রক্রিয়াও নির্ভর করে। স্যামসাং এবং ওয়ানপ্লাসের ফোনে একধরনের পদ্ধতি থাকে।তবে আইফোনের ক্ষেত্রে এটি এতোটা সহজ নয়। আইফোনের কিছু অ্যাপ রয়েছে যেগুলো ক্যাশ ক্লিনিং সমর্থন করে তবে বেশিরভাগই করে না।

Techshohor Youtube

আরএপি

*

*

আরও পড়ুন