‘পাসওয়ার্ড যুগ’ সমাপ্তির বিদায় ঘন্টা বাজল

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: অ্যাকাউন্টসহ বিভিন্ন অ্যাপ সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড দিতে হয়। এসব পাসওয়ার্ড শক্তিশালী না হলে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি থাকে।

আবার অনেক সময় কি পাসওয়ার্ড দেয়া হলো তা ভুলে গেলে অনেক ঝক্কি পেরিয়ে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে হয়। এসব ঝামেলা এড়াতে প্রযুক্তি কোম্পানিগুলো অনেক দিন ধরেই অ্যাকাউন্ট সাইন ইনের জন্য পাসওয়ার্ডের বিকল্প কিছু চালুর বিষয়ে চিন্তাভাবনা করছিলো। অবশেষে পাসওয়ার্ডের বিকল্প পাসকিইস ব্যবহার শুরু করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। বলা হচ্ছে ‘পাসওয়ার্ডবিহীন ভবিষ্যত’ তৈরির এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

গত বছর এফআইডিও জোট, অ্যাপল ও মাইক্রোসফটের পাশাপাশি গুগলের পক্ষ থেকেও বলা হয় পাসওয়ার্ডের আরো সহজ ও নিরাপদ বিকল্প হিসেবে পাসকিইস তৈরির কাজ শুরু করবে তারা। আসন্ন ওয়ার্ল্ড পাসওয়ার্ড ডে’কে সামনে রেখে গুগল অ্যাকাউন্টের সব শীর্ষ প্লাটফর্মে পাসকিইস প্রবর্তন শুরু করেছে গুগল। এই ব্যবস্থাটি সাইন ইন করতে পাসওয়ার্ড, টু-স্টেপ ভেরিফিকেশনের পাশাপাশি অতিরিক্ত বিকল্প হিসেবে ব্যবহৃত হবে।

Techshohor Youtube

ফলে দেখা যাচ্ছে আগামি বছরের ওয়ার্ল্ড পাসওয়ার্ড ডে’তে অ্যাকাউন্ট সাইন ইন করার জন্য কোন পাসওয়ার্ডই প্রয়োজন হবে না।

পাসকিইস কি?

পাসকিইস হচ্ছে বিভিন্ন অ্যাপস এবং ওয়েবসাইটে সাইন ইন করার নতুন উপায়। এতোদিন ধরে চলে আসা পাসওয়ার্ড ব্যবস্থার তুলনায় এটি ব্যবহার অনেক সহজ ও নিরাপদ। ফলে ব্যবহারকারীদের আর তাদের পোষাপ্রাণীর নাম, জন্মতারিখ লিখে পাসওয়ার্ড তৈরি করতে হবে না। ফিঙ্গারপ্রিন্ট, ফেইস স্ক্যান অথবা স্ক্রিন লক পিনের মাধ্যমে ডিভাইস খোলার মতো করেই পাসকিইসের মাধ্যমে অ্যাকাউন্টগুলোর সাইন ইন করা যায়। পাসকিইসগুলো ফিশিংয়ের মতো অনলাইন আক্রমনের বিরুদ্ধে প্রতিরোধী। এটি এসএমএস ওয়ানটাইম কোডের চেয়ে শক্তিশালী।

গত বছর ক্রোম এবং অ্যান্ড্রয়েডে পাসকিইস চালুর চেষ্টা নিয়ে হালনাগাদ তথ্যগুলো প্রকাশ করে আসছিলো গুগল। আজ থেকে পুরোপুরিভাবে গুগলের অ্যাকাউন্টগুলোয় এই পাসকিইস ব্যবহার করা যাবে।

গুগল অ্যাকাউন্টে পাসকিইস

গুগল অ্যাকাউন্টে এখন পাসকিইস পাওয়া যাচ্ছে। g.co/passkeys এই ওয়েবসাইট থেকে পাসকিইস নিয়ে তা সহজেই সেট করা যায়। গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্টের অ্যাডমিনেস্ট্রেটররা খুব শিগগিরই তাদের ব্যবহারকারীদের জন্য পাসকিইস চালু করতে পারবেন।

যেকোন নতুন কিছু গ্রহন করার মতো পাসকিইতে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে। আর এ কারণে পাসওয়ার্ড এবং টুএসভি ব্যবস্থা গুগল অ্যাকাউন্টগুলোয় সক্রিয় রয়েছে।

আরএপি

*

*

আরও পড়ুন