![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশীয় ব্র্যান্ড সিম্ফনির কারখানায় তৈরি হবে মটোরোলার হ্যান্ডসেট।
সিম্ফনির নির্মাতা প্রতিষ্ঠান এডিসন গ্রুপের সঙ্গে এ বিষয়ে চুক্তি করেছে মটোরোলা।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এই চুক্তির আনুষ্ঠানিকতা করেছেন তারা।
সিম্ফনির কারখানা আশুলিয়ার আউকপাড়া ডেইরি ফার্ম এলাকায়। তাদের নিজস্ব জমিতে ফ্যাক্টরিটি প্রায় ২ লাখ স্কয়ার ফিট জায়গার ওপর নির্মিত।
সংবাদ সম্মেলনে এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ, ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং আবু সায়েম, মটোরোলা ইন্ডিয়ার বিজনেস হেড হরিয়ম কুমার মিশ্রা এবং চিত্রনায়ক রিয়াজ বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী দুই মাসের মধ্যে মটোরোলার ফিচার ফোন তৈরি শুরু হবে। এরপর স্মার্টফোন তৈরিতে যাবেন তারা।
এ সময় তারা মটোরোলার নতুন দুইটি স্মার্টফোন মোটো ই৩২ এবং মোটো ই২২এস উদ্বোধন করেন। এই হ্যান্ডসেটগুলো এখন আমদানি করা।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি