হ্যারি পটার : কুইডিচ চ্যাম্পিয়নস গেইম শিগগিরই আসছে


টেকশহর কনটেন্ট কাউন্সিলর: হগওয়ার্ট লিগ্যাসির চরম সফলতার পর হ্যারি পটারের ভক্তরা উইজার্ডিং স্পোর্ট কুইডিচের ওপর ভিত্তি করে একটি স্বতন্ত্র গেইম পেতে যাচ্ছেন। হ্যারি পটার, কুইডিচ চ্যাম্পিয়নস নামের গেইমটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের আনব্রোকেন স্টুডিও। তবে গেইমটি কবে নাগাদ রিলিজ করা হবে সে বিষয়ে কিছু জানানো হয় নি।

গেইমটি সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও ধারণা করা হচ্ছে হগওয়ার্ট লিগ্যাসির মতো এখানেও গেইমাররা নিজস্ব চরিত্র তৈরি ও কাস্টমাইজ করে নিতে পারবে। গেইমটি খেলার জন্য ইন্টারনেট সংযোগ লাগবে।

কুইডিচ চ্যাম্পিয়নস এফএকিউ জানিয়েছে গেইমটি পোর্টকি গেমস লেবেলের অধীনে প্রকাশিত হবে। হ্যারি পটার সিরিজে পোর্টকি একধরনের বস্তু; এটি স্পর্শ করলেই সাথে সাথেই বিশেষ যানে পরিণত হয়ে যে কাউকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়। ডব্লিউবির সব হ্যারি পটার গেইমসই ‘জেকে রাওলিংয়ের মূল গল্পের অনুপ্রেরণায় তৈরি।

Techshohor Youtube

এফএকিউ ডকুমেন্টসে বলা হয়েছে, ‘এই গেইমগুলো ভক্তদের জন্য তৈরি করা হয়েছে। এছাড়া গেইম নির্মাতারা যারা নিজেরাই এগুলো উইজার্ড ওয়ার্ল্ডের অনুপ্রেরণায় তৈরি করেছে। এটি কুইডিচ ও অন্যান্য অভিযানপূর্ণ খেলার সাথে প্লেয়ারদেরকে সংযুক্ত করে রাখে। জেকে রাওলিং এই পোর্টকি গেইমে খুবই সমর্থন করেন। তিনি গেইমগুলো তৈরি ও এর ডিজাইনের দায়িত্ব ডেভেলপারদের হাতে ছেড়ে দিয়েছেন।’

বিবিসি/আরএপি

*

*

আরও পড়ুন