![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টেলিটকের কর্পোরেট সেবা নেবে বাংলা একাডেমি। এই লক্ষ্যে ১৮ এপ্রিল, মঙ্গলবার রাষ্ট্রীয় মোবাইল অপারেটরটির সাথে বাংলা একাডেমি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
চুক্তির পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমির কর্মকর্তা, কর্মচারীরা টেলিটকের সাশ্রয়ী মূল্যের ভয়েস, ইন্টারনেট সেবা সহ বিভিন্ন ডিজিটাল কর্পোরেট সেবা পাবেন।
চুক্তি স্বাক্ষর করেন বাংলা একাডেমির পক্ষে ড. কে এম মুজাহিদুল ইসলাম পরিচালক ( প্রশাসন, মানব সম্পদ ও পরিকল্পনা) এবং টেলিটকের পক্ষে মোঃ সাইফুর রহমান খান, অতিরিক্ত মহাব্যবস্থাপক ( বিক্রয়,বিতরণ ও গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা )।
অনুষ্ঠানে বাংলা একাডেমির মহা পরিচালক মুহাম্মদ নুরুল হুদা, এ, এইচ ,এম লোকমান ,সচিব, সালেহ মোঃ ফজলে রাব্বী , মহাব্যবস্থাপক ( বিক্রয় , বিতরণ ও গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা), টেলিটক বাংলাদেশ লিমিটেড, ড. মঞ্জু মোরশেদ রেজাউল করিম, যুগ্ম সচিব , বাংলাদেশ ডাক বিভাগ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি