![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: হোটেল, এয়ারপোর্ট বা শপিংমলের মতো স্থানে থাকা ফ্রি চার্জিং স্টেশনে ডিভাইস চার্জ দেয়া নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এসব চার্জিং স্টেশনে গণ ইউএসবির মাধ্যমে ডিভাইসগুলোয় ব্যবহারকারীকে নজরদারিতে রাখার মতো সফটওয়্যার প্রবেশ করানো হয়।
এফবিআই জানিয়েছে, বাইরে গেলে হোটেল বা এয়ারপোর্টে সহজেই ফোন চার্জ দেয়া যায়। কিন্তু এটি অপরাধীদের খুব সহজে অবাঞ্ছিত সফটওয়্যার ইনস্টল করার সুযোগ করে দেয়। এক টুইটার বার্তায় এফবিআই আরো জানায়, ‘এয়ারপোর্ট, হোটেল অথবা শপিং সেন্টারে ফ্রি চার্জিং স্টেশনগুলো এড়িয়ে চলা উচিত। কারণ দুষ্কৃতকারীরা এসব গণ ইউএসবি পোর্ট ব্যবহার করে ডিভাইসগুলোয় ম্যালওয়্যার ও নজরদারিমূলক সফটওয়্যার প্রবেশ করায়। ফলে নিজস্ব চার্জার ও ইউএসবি কর্ড সাথে রাখা উচিত।’
এফবিআইয়ের ওয়েবসাইটে গণ ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করা নিয়েও সতর্ক করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘গণ নেটওয়ার্ক ব্যবহারের সময় কোন ধরনের কেনাকাটাসহ কোন সংবেদনশীল লেনদেন করা যাবে না।’
এদিকে ইউএসবি প্লাগগুলো ফোন, ল্যাপটপ অথবা অন্য কোন ডিভাইসে সংরক্ষণ করে রাখা ফাইলে প্রবেশ করতে পারে। ফলে চার্জের তার অথবা ইউএসবি থাম্ব ড্রাইভের মতো কোন কিছু এই পোর্ট দিয়ে প্লাগ করলে তা দ্রত ডিভাইসের তথ্যগুলো দেখে নিতে পারে। আর একবার এসব তথ্যভান্ডারে প্রবেশ করলে আক্রমনকারীরা ডিভাইসের বড় সিস্টেমে চলে যেতে পারে, সংবেদনশীল তথ্য দেখে থাকে এমনটি টাকাও চুরি করে নিতে পারে।
তবে আইফোনের মতো কিছু কিছু ডিভাইসে এ ধরনের হামলাকারীকে ঠেকাতে সিকিউরিটি ফিচার থাকে।
ইন্ডিপেন্ডেন্ট/আরএপি
আরও পড়ুন
জেনে বুঝে ব্যবহার করুন ফ্রি ওয়াইফাই
৫ কৌশলে নিরাপদ রাখুন স্মার্টফোন
অনলাইন কেনাকাটায় নিরাপদ থাকার সহজ উপায়
ব্যাকআপ না থাকলেও অ্যান্ড্রয়েড থেকে ডিলিট হওয়া ছবি যেভাবে উদ্ধার হবে