![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাসসাফ শপিং সেন্টারে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন টিম ও র্যাব ১০ এর সদস্যরা।
এ সময় মার্কেটের ৭টি দোকান থেকে ১৪৭টি অবৈধ/অনুমোদনবিহীন মোবাইলফোন জব্দসহ মোবাইল ফোন বিক্রির সঙ্গে জড়িত ৭ জনকে আটক করা হয়।
জব্দকৃত মোবাইল হ্যান্ডসেটের আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকা। আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযানকৃত দোকানগুলো হলো সিটি মোবাইল , মনি টেলিকম , ৩জি মোবাইল , শাওন টেলিকম , অন্তরা টেলিকম ,রবি ফেয়ার, আল মদিনা টেলিকম।
মোবাইল হ্যান্ডসেটসহ অন্যান্য বেতার যন্ত্রপাতিসমূহের অবৈধ আমদানি, বাজারজাত, বিক্রয় ও বিতরণ বন্ধে বিটিআরসি নিয়মিত অভিযান করবে। গ্রাহককে মোবাইলফোনের বৈধতা যাচাই করে কেনার জন্য অনুরোধ করছে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানটি।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি