এনএসইউ-তে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট'২৩ এর ক্যাম্পেইন

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : সরকারের আইডিয়া প্রকল্পের তত্ত্বাবধানে বুধবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২৩ এর অ্যাক্টিভেশন ক্যাম্পেইন আয়োজন করা হয়।

নর্থ সাউথ স্টার্টআপস নেক্সট (এনএসইউএসএন) এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোঃ আলতাফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এর ডিন অধ্যাপক ড. হেলাল আহমেদ এবং স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. জাবেদ বারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনএসইউ স্টার্টআপস নেক্সট এর পরিচালক ও ইসিই বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

Techshohor Youtube

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন বলেন, সমাজে ক্ষুদ্র পরিবর্তন থেকেও বৃহৎ পরিবর্তন আনা সম্ভব। তিনি আরো বলেন যে ছোট ছোট প্রকল্প বা আইডিয়া গুলোকে ফান্ডিং এর মাধ্যমে বড় করে গড়ে তোলা যেতে পারে যার ফলে ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া আরো সহজতর হবে এবং এটা গড়ার জন্য অবশ্যই বৃহত্তর পরিসরে উদ্ভাবন নিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোঃ আলতাফ হোসেন বাংলাদেশ সরকারের লক্ষ্য এবং স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের তরুণ উদ্ভাবকদের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন হবে উপযুক্ত উদ্যোক্তা পরিবেশ যার ফলে অনেকেই বিনিয়োগে আগ্রহী হবে ও বিদেশি বিনিয়োগ এর পরিমাণও দেশে বৃদ্ধি পাবে।

ক্যাম্পেইনে বিগ ২০২৩ এর বিস্তারিত তুলে ধরেন বিগ ২০২৩ এর মূখ্য সমন্বয়ক ও আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী। তিনি বলেন, বিগ ২০২৩ গ্র্যান্ড ফিনালে আয়োজনে বিজয়ীদের ছাড়াও অ্যাক্টিভেশন ক্যাম্পেইন সফল করতে যে সকল বিশ্ববিদ্যালয়ের ক্লাব বা ফোরাম কাজ করেছেন তাদের মধ্য থেকে সেরা ৩টি ক্লাবকে পুরস্কৃত করা হবে পাশাপাশি সেরা ১০ ক্লাব বিগ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন।

উল্লেখ্য যে, ২৮ মার্চ ২০২৩ মঙ্গলবার থেকে “বিগ ২০২৩” এর নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধণ কার্যক্রম চলমান রয়েছে। আগামী ২২ এপ্রিল ২০২৩ এর মধ্যে যে কোন তথ্য প্রযুক্তি ভিত্তিক উদ্যোক্তা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বিগ ২০২৩ এর পুরস্কার হিসেবে সেরা একটি স্টার্টআপকে দেওয়া হবে ১ কোটি টাকা অনুদান। বাকি নির্বাচিত তালিকার সেরা ৫০ স্টার্টআপ এর প্রত্যেককে দেওয়া হবে ১০ লক্ষ টাকা করে অনুদান।

আরও পড়ুন

ঢাবিতে অনুষ্ঠিত হলো বিগের ১ম ক্যাম্পেইন

বিগ’২৩ উদ্বোধন,সেরা ৫১টি স্টার্টআপ পাবে ৬ কোটি টাকা অনুদান

*

*

আরও পড়ুন