অ্যাপ চালানো বিষয়ক জিজ্ঞাসার সমাধান

জিজ্ঞাসা-টেক শহর

তথ্যপ্রযুক্তি বিষয়ক সমস্যার সমাধান দিতে প্রস্তুত টেক শহর টিম। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাই বাতলে দেবেন পথ। এ ছাড়া টিপস, টিউটোরিয়াল, ফ্রিল্যান্সিংপ্রযুক্তিপণ্যের সর্বশেষ বাজারদর জানতে চাইলে জিজ্ঞাসা করুন এখনই।

টেকশহরডটকম বিশেষজ্ঞ পরামর্শকদের মাধ্যমে আপনার সমস্যার সমাধানে সচেষ্ট সব সময়। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে ক্লিক করুণ এখানে। সমস্যাটি জানিয়ে দিন এখনই।

এ প্রতিবেদনে থাকছে এক জনের জিজ্ঞাসার সমাধান। অন্যদের জিজ্ঞাসার সমাধান দেখতে ক্লিক করুন এ লিংকে

Techshohor Youtube

জিজ্ঞাসা-টেক শহর

জিজ্ঞাসা : Amar phone age net based Java apps chalaite partam bt edaning chalate parsi na. application excess er network access not  hoye Jay. Plz help me. i use Nokia 3120classic

এ জিজ্ঞাসাটি পাঠিয়েছেন  সাদি

সমাধান : আপনার ফোনে ভাইরাসের আক্রমণ হয়েছে কিংবা অপারেটিং সিস্টেমের সফটওয়্যার জনিত সমস্যা হয়েছে। প্রথমিককভাবে ফোনটি রিসেট করে দেখতে পারেন।

যদি কাজ না হয় তাহলে প্রথমে মেমোরি কার্ড এবং ইন্টানরাল মেমোরি ফরম্যাট কিংবা অ্যান্টিভাইরাস দিয়ে পরীক্ষা করে দেখুন কাজ হয় কিনা। যদি এতেও কাজ না হয় ফোনের অপারেটিং সিস্টেমটি নতুন করে ইন্সটল করলে সমস্যাটি ঠিক হতে পারে।

আরও পড়ুন

অধিক নিরাপত্তায় ফটো পাসওয়ার্ড!

নকিয়া লুমিয়া ৮০০ ফোনে বাংলা সার্পোট

মেমরি কার্ড ও প্রিন্ট বিষয়ক জিজ্ঞাসার সমাধান

অনলাইনে জিপ ফাইল খোলার উপায়

অভ্র হ্যাং হলে করণীয়

১৫ থেকে ২৫ হাজার টাকার মধ্যের স্মার্টফোনের খোঁজখবর

ফেইসবুক ফেইক আইডি ও মনিটর বিষয়ক জিজ্ঞাসার সমাধান

২ টি মতামত

  1. Akash said:

    হঠাৎ করে কিছুদিন যাবৎ ল্যাপটপ এর Display সাদা হয়ে যাচ্ছিল আবার ঠিক হয়ে যাচ্ছিল, কিন্তু এই ১ সপ্তাহ যাবৎ একেবারে সাদা হয়ে গেছে,,কোনো কাজ করা যাচ্ছে না। এখন কী করতে হবে?
    যদি Display changed করতে হয়, তাহলে এর দাম কতো? বি.দ্র. Laptop mini size & অনেক দিন ঘরে রাখা ছিল, কোনো কাজ করা হয়নি।

*

*

আরও পড়ুন