ভিডিও কলে নিজেকে কিভাবে আরো ভালো দেখাবে

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: একটি ছবি বা ভিডিওতে ভালো দেখাতে গেলে ভালো ক্যামেরাই যথেষ্ট নয়। অনেক দাম দিয়ে ক্যামেরার লেন্স কেনার পরেও যদি পর্যাপ্ত আলো না থাকে তাহলে একটি ভালো ছবি উঠানোর পুরো প্রক্রিয়াটাই ব্যর্থ। বিষয়টি প্রফেশনাল ব্রডকাস্ট স্টুডিও থেকে নিজের বাড়ি সবক্ষেত্রেই প্রযোজ্য।

তবে শুধুমাত্র আলো থাকলেই হবে না তা যথেষ্ট ভারসাম্যপূর্ণ হতে হবে। যেমন-আলো মাথার ওপরে থাকলে মুখের ওপরে ছায়া সৃষ্টি হয়। আবার পেছনে লাইট পড়লেও সমস্যা। অতি-উজ্জ্বল ব্যাকগ্রাউন্ডের কারণে ছবি কালো ও ছায়াচ্ছন্ন দেখাবে। এক্ষেত্রে সামনে আলো রাখলেও সমস্যার সমাধান হয় না। কিছু কৌশল অবলম্বন করলে ছবি ও ভিডিও আরো সুন্দর হয়ে উঠে।

ক্যামেরা ওপরে তুলে ধরুন

Techshohor Youtube

নিজেকে সেরা দেখাতে আমরা চাই ওয়েবক্যমটি আমাদের চোখ বরাবর থাকুক। এতে করে অপরপাশের ব্যক্তি কেবলমাত্র ল্যাপটপ ব্যবহারকারীকেই দেখতে পাবে। আই-লেভেল অনুযায়ি ওয়েবক্যাম ঠিক করতে একটি ল্যাপটপ স্ট্যান্ড কিনে নেয়া যায়। আর বাজেট নিয়ে সমস্যা থাকলে পুরনো কিছু বইয়ের ওপর ল্যাপটপ রাখলেই তা উঁচু হয়ে গেল। আর স্মার্টফোনের ক্ষেত্রে ছোট ট্রিপড ব্যবহার করা যায়।

ক্যামেরার দিকে তাকিয়ে থাকা

কারো সাথে কথা বলার সময় চোখের দিকে তাকানো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। চোখের দিকে না তাকানোকে দূর্বলতা হিসেবে ধরে নেয়া হয়। ভিডিও কলের ক্ষেত্রেও তাই। তবে আমরা ভিডিও কলে যেভাবে কথা বলি তাতে আই-কনটাক্ট ধরে রেখে আলোচনা চালিয়ে যাওয়া অসম্ভব। অনস্ক্রিনে কারো দিকে তাকালে ক্যামেরার অবস্থানের কারণে মনে হবে আপনি নিচের দিকে তাকিয়ে রয়েছেন। ফলে এটি মনে রাখা একটি কঠিন বিষয়। যদি কোন কিছু উপস্থাপন করতে হয় অথবা অনেকক্ষণ ধরে কথা বলতে হয় তাহলে আপনি শ্রোতার দিকেই তাকিয়ে রয়েছেন এমন একটি বিভ্রান্তি তৈরি করতে হবে। এক্ষেত্রে ভিডিওতে কথা বলার সময় ব্যক্তির চোখের দিকে না তাকিয়ে ওয়েবক্যামের দিকে তাকালেই মনে হবে আই-কনটাক্ট হচ্ছে।

ইন্টারনেট সংযোগ পরীক্ষা করে দেখা

ভিডিও চ্যাট করার সময় দ্রুতগতির এবং স্থিতিশীল ইন্টারনেট সংযোগ প্রয়োজন। ওয়াই-ফাইয়ের সংযোগ ভালো না হওয়ার কারণে ছবি যদি ঝাপসা দেখায় তাহলে আপনি দেখতে যতই ভালো হোন না কেন কিছুই হবে না।
জুম, স্কাইপে, ফেসটাইমসহ অন্যান্য ভিডিও কলের অ্যাপগুলো ইন্টারনেট সংযোগের সাথে ভিডিওর গুনগতমান সমন্বয় করে। এরফলে সংযোগ ধীরগতির থাকলেও কল চলতে থাকে। জুমের ন্যুততম সিস্টেমের জন্য যা প্রয়োজন-


-একজনের সাথে কথা বলার জন্য: ১০৮০ পিক্সেল এইচডি ভিডিও পাঠাতে ও গ্রহন করতে প্রতি সেকেন্ডে ১দশমিক ৮ মেগাবাইট গতির ইন্টারনেট লাগবে।

-গ্রুপ কলের ক্ষেত্রে: গ্রুপ কলের ক্ষেত্রে ১০৮০ পিক্সেলের এইচডি ভিডিও পাঠাতে ও গ্রহন করতে সেকেন্ড ২ দশমিক ৫ মেগাবাইট গতির ইন্টারনেট লাগবে।

ইন্টারনেট সংযোগের গতি পরীক্ষা করতে স্পিডটেস্ট করতে হবে। সেখানে যদি সেকেন্ডে তিন মেগাবাইটের কম ইন্টারনেট গতি থাকলে অধিক ভালো মানের ভিডিও পাঠানো সম্ভব হবে না। ইন্টারনেটের গতি যথেষ্ট পরিমানে দ্রæত হলে তো ভালো। কিন্তু যদি না হয়? সেক্ষেত্রে প্রথমেই দেখতে হবে কোন কিছুর কারণে গতি শ্লথ হচ্ছে কিনা। যেমন নেটফ্লিক্স ব্যবহার করলে তা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা যায়। তারযুক্ত ইথারনেটসহ একটি ডিভাইস ব্যবহার করতে হবে। এসব বিষয়ও কাজে না লাগলে আরো কিছু টিপস রয়েছে-

সেরা ক্যামেরাটি ব্যবহার করা

বেশিরভাগ ল্যাপটপের ওয়েবক্যামের মান মধ্যমধরনের। বিশেষ করে সামনে ক্যামেরা থাকা আধুনিক স্মার্টফোনের সাথে তা তুলনা করলে। ব্রান্ড নিউ ১৬ইঞ্চির ম্যাকবুক প্রোর ৭২০ পিক্সেলের ফেসটাইম ক্যামেরার তুলনায় আইফোন১১ এর ১২ মেগাপিক্সেলের ট্রুডেপথ ক্যামেরা ভালো। আইফোনকে যদি ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যায় তাহলে ম্যাকবুকের তুলনায় ভালোমানের ভিডিও করা সম্ভব হবে।
এছাড়া ডিএসএলআর ক্যামেরাকেও ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যায়। তবে এক্ষেত্রে কিছু সেটিংসের ব্যাপার রয়েছে এবং সব ক্যামেরাই এ কাজ করতে সক্ষম নয়। তবে জুম, ফেসটাইম,গুগল মিট, স্কাইপে, স্ল্যাক, মাইক্রোসফট টিমের মতো ভিডিও চ্যাট অ্যাপ ব্যবহার করলে ভিডিও সবসময়ই ভালো আসবে।

আরএপি

*

*

আরও পড়ুন