চ্যাটজিপিটি নিষিদ্ধ করলো ইতালি

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে ইতালি। পশ্চিমা দেশগুলোর মধ্যে ইতালিই প্রথম এ সিদ্ধান্ত নিয়েছে। চ্যাটবটটির মাধ্যমে ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘন হতে পারে এমন আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ডাটা-সুরক্ষা কর্তৃপক্ষ।

চ্যাটজিপিটির উদ্ভাবক কোম্পানি ওপেনএআই জানিয়েছে তারা প্রাইভেসি আইন পুরোপুরি মেনে চলে। অন্যদিকে ইতালির রেগুলেটরের পক্ষ থেকে বলা হয়েছে তারা ওপেনএআই বিষয়ে তদন্ত করবে এবং একে নিষিদ্ধ করতে পারে।

গত বছরের নভেম্বরে উন্মোচনের পর থেকে কোটি কোটি মানুষ বর্তমানে চ্যাটজিপিটি ব্যবহার করছে। চ্যাটবটটি মানুষের মতো করেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে, অন্যের লেখার শৈলী অনুকরন করতে পারে এবং এর ডাটাবেস ২০২১ সালের হওয়ার কারণে ইন্টারনেটও ব্যবহার করতে সক্ষম। এসব কারণেই অল্প সময়ের মধ্যেই এটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।

Techshohor Youtube

চ্যাটজিপিটিতে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে মাইক্রোসফট এবং গত মাসে এটি বিংয়ে অর্ন্তভুক্ত হয়েছে। মাইক্রোসফট আরো জানিয়েছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং আউটলুকের মতো অফিস অ্যাপসে চ্যাটজিপিটির একটি সংস্করন ব্যবহার করা হবে।

তবে এই চ্যাটজিপিটি নিয়ে অনেক উদ্বেগও সৃষ্টি হয়েছে। যেমন-এটি কর্মসংস্থানের ক্ষেত্রে হুমকি সৃষ্টি করবে এবং ভুল তথ্য ছড়াবে। চলতি সপ্তাহের শুরুর দিকে ইলন মাস্কসহ প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় অনেকেই এ ধরনের এআই সিস্টেম নিষিদ্ধ করার আহবান জানিয়েছেন। কারণ তারা মনে করেন এগুলোর দ্রুত বিস্তার হলে একসময় তা নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে।

এদিকে ইতালির পর্যবেক্ষণী সংস্থাটি জানিয়েছে তারা শুধুমাত্র ওপেনএআইয়ের চ্যাটবটটি নিষিদ্ধই করবে না; এটি জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) মেনে চলেছে কিনা সে বিষয়েও তদন্ত করবে। গত ২০ মার্চ সংস্থাটি জানায় ব্যবহারকারীর আলাপচারিতা ও পেমেন্ট সংক্রান্ত তথ্য প্রকাশ করে তারা তথ্য ফাঁস করেছে।

সাইবার সিকিউরিটি রেটিংস প্রোভাইডার সিকিউরিটি স্কোরকার্ডের ড্যান মর্গান জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা একটি বিষয় বুঝিয়ে দিচ্ছে ইউরোপে কাজ করতে হলে কোম্পানিগুলোকে অবশ্যই নীতিমালা মেনে চলতে হবে।

বিবিসি/আরএপি

আরও পড়ুন

চ্যাটজিপিটিতে ত্রুটি, ফাঁস হলো আলাপচারিতা

সায়েন্টিফিক জার্নালে নিষেধাজ্ঞার বেড়াজালে চ্যাটজিপিটি

চ্যাটজিপিটির মতো প্রযুক্তি যোগ হচ্ছে মাইক্রোসফটে

*

*

আরও পড়ুন