![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: হোয়াটসঅ্যাপে সম্প্রতি চমৎকার কিছু ফিচার যোগ হয়েছে। এসব ফিচারের মধ্যে কল লিংক তৈরি করা, প্রাইভেট অডিয়েন্স সিলেক্টর এবং নিজের অ্যাভাটার তৈরি করে প্রোফাইল পিকচার বানানো উল্লেখযোগ্য।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অ্যাভাটারগুলো কাস্টমাইজ করে দুইভাবে ব্যবহার করতে পারেন। একটি হচ্ছে কারো সাথে বার্তা আদান-প্রদানের সময় নিজের অ্যাভাটার শেয়ার করা যায়। আবার নিজের অ্যাভাটার দিয়ে প্রোফাইল ফটোও তৈরি করা যায়।
হোয়াটসঅ্যাপে অ্যাভাটার যেভাবে তৈরি করা যায়-
ফোনে WhatsApp Messenger ওপেন করতে হবে যে কোন কনভারসেশনে যেয়ে নিচের বাম কোন থেকে emoji icon লেখায় ক্লিক করতে হবে
হোয়াটস অ্যাপে নিজের অ্যাভাটার তৈরির পর অ্যাপটিতে স্টিকারের একটি নতুন সেকশন দেখা যাবে। এই বিভাগটিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অ্যাভাটার দিয়ে তৈরি স্টিকারগুলো জমা হবে। স্টিকারগুলিতে চাপ দিলেই তা হোয়াটসঅ্যাপের অন্যান্য স্টিকারের মতো শেয়ার করা যাবে।
হোয়াটসঅ্যাপে তৈরি অ্যাভাটার দিয়ে প্রোফাইল পিকচার
সর্বপ্রথমে মনে রাখতে হবে হোয়াটসঅ্যাপ এ অ্যাভাটার তৈরি না করলে এটি কার্যকর হবে না।
ফোনে WhatsApp Messenger ওপেন করতে হবে
উপরে ডানদিকে থাকা three vertical dots লেখায় চাপ দিতে হবে