![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট চ্যাটজিপিটির ত্রুটির কারণে প্লাটফর্মটির ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে। এ ত্রুটির কারণে ব্যবহারকারীরা একে অন্যের আলাপচারিতার শিরোনাম দেখে ফেলেছেন। চ্যাটজিপিটির উদ্ভাবক কোম্পানি ওপেন এআইয়ের প্রধান নিজেই এ কথা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিট ও টুইটারের কয়েকজন ব্যবহারকারী চ্যাটজিপিটিতে আলাপচারিতার কিছু ছবি প্রকাশ করে বলেছেন এ আলোচনাগুলো তাদের নয়।
ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেছেন তার কোম্পানি এ ঘটনায় রীতিমতো ‘আতঙ্ক’ বোধ করছে। তবে যে ‘গুরুত্বপূর্ণ’ ভুলটি হয়েছে তা ঠিক করে দেয়া হয়েছে।
চ্যাটজিপিটির অনেক ব্যবহারকারীই এখন প্লাটফর্মটিতে নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে উদ্বেগে রয়েছে।
গত বছরের নভেম্বর থেকে চ্যাটজিপিটি চালু হয়েছে। এরপর থেকেই লাখ লাখ ব্যবহারকারী মেসেজ লেখা, গান লেখা এমনকি কোড করতেও চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছেন । এই চ্যাটবটে করা প্রতিটি আলাপচারিতাই ব্যবহারকারীরর চ্যাট হিস্টোরি বারে জমা হয়ে থাকে; যা পরবর্তীতে আবার দেখা যায়। কিন্তু গত সোমবার সকালের দিকে চ্যাটজিপিটির ব্যবহারকারীরা চ্যাটবটে অদ্ভুত বিষয় দেখতে পান। আলোচনা করেননি এমন বিষয়গুলো চ্যাটবটে দেখা যাচ্ছে। একজন রেডিট ব্যবহারকারী চ্যাট হিস্টোরির একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে ‘চায়নিজ সোশ্যালিজম ডেভেলপমেন্ট’ শিরোনামে মান্দারিন ভাষায় আলোচনা হয়েছে।
ওপেনএআই ব্লুমবার্গকে জানিয়েছে ত্রুটি ঠিক করতে সোমবার বিকেলের দিকে তারা চ্যাটবটটি পুরোপুরি বন্ধ রেখেছিল।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহি বলেছেন খুব শিগগিরই ‘প্রযুক্তিগত পোস্টমর্টাম’ হবে। তবে ত্রুটিটির বিষয় জানার পর ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে রয়েছেন। আর ত্রুটির মাধ্যমে এটিও বোঝা যাচ্ছে যে ওপেনএআই ব্যবহারকারীদের চ্যাট দেখতে পায়।
কোম্পানিটির গোপনীয়তা পলিসি বলছে প্রম্পট ও রেসপন্সের মতো ব্যবহারকারীরর তথ্যগুলো সম্ভবত মডেলটি আরো প্রশিক্ষিত করতে ব্যবহৃত হয়। তবে ব্যক্তিগতভাবে শনাক্তকরন তথ্য মুছে ফেলার পরেই ডাটাগুলো ব্যবহৃত হয়।
বিবিসি/আরএপি
আরও পড়ুন
সায়েন্টিফিক জার্নালে নিষেধাজ্ঞার বেড়াজালে চ্যাটজিপিটি
প্রভাবশালী সার্চ ইঞ্জিনগুলোকে হুমকিতে ফেলা চ্যাটজিপিটিতে কী আছে ?