অবশেষে ইমারসিভ ভিউ ফিচার যোগ হল গুগল ম্যাপসে

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: গুগল ম্যাপসে সম্প্রতি ‘ইমারসিভ ভিউ’ নামে নতুন একটি ফিচার যোগ হয়েছে। ঘোষণা দেয়ার এক বছর পর ফিচারটি উন্মুক্ত হলো। প্লাটফর্মটির সাথে ব্যবহারকারীদের যোগসূত্রে এ ফিচারটি বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে দাবি করছে কোম্পানিটি।

গুগল ম্যাপসে নতুন নতুন জায়গা আবিষ্কারের নতুন স্বাদ এনে দিবে এই ইমারসিভ ভিউ। এই ফিচারের কল্যাণে জনপ্রিয় স্থান ও নিদর্শনগুলো সময় এবং আবহাওয়ার তথ্যের সাথে ফটোরিয়েলেস্টিক দৃশ্যের ওপর প্রসারিত করে দেখা যাবে। এছাড়ও ফিচারটি একটি শহর ও এর নান্দনিক নিদর্শনের মনোরম দৃশ্য একত্রিত করে, যেসব স্থান দেখা যাবে বা এ সম্পর্কে জানতে হবে তার পরামর্শ দেয়। এমনকি কিছু ভবনের ভেতরের ছবিও প্রকাশ করে। ফিচারটি ব্যবহারকারীরা একটি স্থানের বিকল্প দৃশ্যও দেখতে পায়। যেমন রাতে স্থাননটি যেমন দেখতে তা বৈরি আবহওয়া ব্যস্ত সময়ে কেমন।

অবশ্য বর্তমানে গুগল ম্যাপসের সব ব্যবহারকারিই এই ফিচারটি পাচ্ছেন না। গুগলের পক্ষ থেকে বলা হয়েছে লস এঞ্জেলস, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো এবং টোকিওতে ইমারসিভ ভিউ ব্যবহার করা যাবে।

Techshohor Youtube

গিজচায়না/আরএপি

*

*

আরও পড়ুন