পুরনো ফোন বিক্রির হার এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: কোন জিনিস কেনার ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো ও ঝকঝকে নতুনটিই কিনতে চাই। বিশেষ করে স্মার্টফোনের ক্ষেত্রে তো অবশ্যই। কিন্তু দেখা যায় একটি নতুন ফোনের দাম অনেক বেশি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এ সময়ে অনেকেই এখন অতিরিক্ত ব্যয় করতে চাইছেন না। ফলে দেখা যাচ্ছে অনেকেই ফোন কেনার প্রয়োজন হলে নতুন না কিনে পুরনো ফোন কিনছেন। যার সুবাদে পুরনো বা ব্যবহৃত ফোনের বিক্রি এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 

ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানির (আইডিসি) দেয়া তথ্যানুযায়ি, বর্তমানে ব্যবহৃত ফোনের বিক্রি সবচেয়ে বেড়েছে। গত বছর ২৮২ মিলিয়ন ব্যবহৃত ফোন বিক্রি হয়েছে। যা আগের বছরের তুলনায় ১১ দশমিক ৫ শতাংশ বেশি। যদিও নতুন ফোনগুলোও দেদারসে বিক্রি হচ্ছে। কিন্তু এরপরেও মানুষের মধ্যে পুরনো ফোন কেনার একটি প্রবনতা সৃষ্টি হয়েছে। সেকেন্ড হ্যান্ড ফোনের বাজারে অনেক সস্তায় ফোন কেনা যায়, এমনকি অল্প কিছুদিন ব্যবহার করা হাল সময়ের মডেলও বেশ কমদামে কেনা যায়।

কেন আগের তুলনায় বেশি পুরনো ফোন বিক্রি হচ্ছে বিষয়টি অনুমান করা খুব কঠিন নয়। গত বছরের পুরোটা সময়জুড়ে অর্থনৈতিক মূল্যস্ফীতি একটি বড় ধরনের সমস্যা ছিলো। যদি কারো অন্যান্য খাতে খরচ করতে হয় তাহলে নতুন স্মার্টফোন কেনা তার সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে পড়ে না। যেমন- আইফোন ১৪ প্রো ম্যাক্সের দাম শুরু হয় এক হাজার ১০০ ডলার থেকে। কিন্তু ব্যবহৃত আইফোন ১২ অথবা ১৩ মাত্র ৩০০ ডলারেই কেনা যায়। তাই দেখা যায় মাঝারি মানের নতুন স্মার্টফোন কেনার চেয়ে ব্যবহৃত ফোন কেনাই ভালো।

Techshohor Youtube

আরএপি

*

*

আরও পড়ুন