![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: বর্তমানে বিশ্বে আলোচিত যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি। কাজের ক্ষেত্রে বহুল ব্যবহৃত সফটওয়্যার মাইক্রোসফট ৩৬৫ তে এবার এ ধরনের এআই ব্যবস্থা যোগ হচ্ছে। মাইক্রোসফট এই প্রযুক্তির নাম দিয়েছে ‘কোপাইলট।’ মাইক্রোসফটের ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং আউটলুকে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যাবে।
মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা বলেছেন ‘এটি আমাদের কাজের ধরন পুরোপুরি পাল্টে দিবে।’ তবে এই কোপাইলটও মাঝেমধ্যে ভুল করতে পারে বলে জানিয়েছে মাইক্রোসফট।
কোপাইলট যেসব কাজ করে দিবে তা হচ্ছে-
-মিটিং সফটওয়্যার, টিমসে আয়োজিত কোন আলোচনার সারাংশ তৈরি করবে। যদি কেউ মিটিংয়ে দেরিতে যোগ দেয় অথবা পুরো মিটিং মিস করে সেক্ষেত্রে তার জন্য আলোচনার সংক্ষিপ্ত পুনরাবৃত্তি দেয়া হবে।
-প্রম্পটের মাধ্যমে ইমেজসহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে দিবে
-ইমেইল ড্রাফট করে দিবে
-তুলনামূলক দীর্ঘ ইমেইল ও ডকুমেন্ট বিশ্লেষণ করবে
-এক্সেল স্প্রেডশিটে বিভিন্ন সারাংশ ও ডাটার সারসংক্ষেপ তুলে ধরা।
খুব অল্প সময়ের মধ্যে মানুষের মতো করেই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হওয়ায় পুরো বিশ্বের মনযোগ আকৃষ্ট করেছে চ্যাটজিপিটি। তবে প্রায় সময়ই দেখা যায় এসব উত্তর সঠিক থাকে না অথবা অসম্পূর্ণ হয়।
অফিস ৩৬৫-এ মাইক্রোসফট যে প্রযুক্তি ব্যবহার করছে তা শুধুমাত্র চ্যাটজিপিটি নয়, বরং এর ল্যাঙ্গুয়েজ লার্নিং মডেল ব্যবহার করা হয়েছে। তবে কোপাইলটও মাঝেমধ্যে ভুল করতে পারে বলে স্বীকার করেছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সবাই নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ২০ শতাংশ কাজের ওপর নির্ভর করতে চাই। তবে আমাদের ৮০ শতাংশ সময়ই গুরুত্বহীন কাজে নষ্ট হয়। কোপাইলট এই বোঝা হালকা করবে।’ তবে কোপাইলট নিয়ে এর চেয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয় নি।
এদিকে গত মঙ্গলবার চ্যাটজিপিটিকে ক্ষমতা দেয়া মডেলের হালনাগাদ সংস্করন জিপিটি-৪ উন্মোচন করেছে ওপেনএআই। এই প্রযুক্তিতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করেছে ওপেনএআই। অফিস ৩৬৫ -তে কোপাইলট যুক্ত করা সত্যিকারের গেম-চেঞ্জার হবে। ধারণা করুন গ্রাহকের জন্য মিটিংয়ের দীর্ঘ বিরক্তিকর প্রতিবেদনটির সারসংক্ষেপ তৈরির পরিবর্তে কয়েক সেকেন্ডের মধ্যে চ্যাটবট তা তৈরি করে দিবে। আর মিটিংয়ে উপস্থিত না থাকলেও খুব একটা সমস্যা নেই কোপাইলট তার পুনরাবৃত্তি করবে।
বিবিসি/আরএপি
আরও পড়ুন
প্রভাবশালী সার্চ ইঞ্জিনগুলোকে হুমকিতে ফেলা চ্যাটজিপিটিতে কী আছে ?