![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: চলতি সপ্তাহে নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে একটি ইলেক্ট্রিক স্কুটারের লিথিয়াম ব্যাটারি বিস্ফোরিত হয়ে ভয়াবহ আগুন লেগে যায়। এ ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়। মোট ২০০ জন দমকল কর্মীর আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। পুলিশ কর্মকর্তারা বলেছেন ধারণা করা হচ্ছে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদে রাখা স্কুটারের লিথিয়াম আয়ন ব্যাটারি বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে। গত বছর নিউইয়র্ক সিটির ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) ই-বাইক ও ই-স্কুটারে আগুন লাগার দুই শতাধিক ঘটনা সামাল দিয়েছে। এই দূর্ঘটনাগুলোয় ছয়জনের প্রাণহানি হয়েছে।
এফডিএনওয়াইর কমিশনার লউরা কাভাংগা সাংবাদিকদের এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘এই সবগুলো অগ্নিকান্ডের ঘটনাই লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে। এগুলো ছোটখাট কোন আগুন লাগা নয়; রীতিমতো বিস্ফোরণ।’
বিভিন্ন কারণে এই দূর্ঘটনাগুলো ঘটছে। নানা ধরনের প্রযুক্তি পণ্য, ল্যাপটপ, ক্যামেরা, স্মার্টফোনসহ অন্যান্য আরো অনেক পণ্যে বর্তমানে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। ম্যানুফ্যাকচারারদের কিছু সমস্যা, অপব্যবহার ও ব্যাটারি বেশি পুরনো হয়ে যাওয়ার কারণে বিস্ফোরণের ঝুঁকি বাড়ছে।
আন্ডাররাইটারস ল্যাবরেটরিজ ফায়ার সেফটি রিসার্চ ইনস্টিটিউটের (এফএসআরআই) নির্বাহি পরিচালক স্টিভ কেরবার বলেছেন, ‘লিথিয়াম ব্যাটারিগুলোয় যদি কোন ত্রুটি না থাকে, ব্যাটারি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে তা নিরাপদ ও অকেজো হয় না।’
আপাত নিরাপদ ধরে নেয়া হলেও ইদানিং লিথিয়াম ব্যাটারিচালিত ডিভাইসগুলোয় বিস্ফোরণের ঘটনা ঘটছে। লিথিয়াম ব্যাটারি তৈরিকারী অনেক কোম্পানিই বেশকিছু পণ্য বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছে। ২০১৬ সালে স্যামসাং ‘ব্যাটারি সেলের সমস্যা’ দেখিয়ে পুরো বিশ্বের বাজার থেকে গ্যালাক্সি নোট সেভেন প্রত্যাহার করে নেয়। এ সমস্যার কারণে ডিভাইসে আগুন লেগে বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে। এইচপি ও সনিও আগুন লেগে যাওয়ার ঝুঁকির কারণে লিথিয়াম কম্পিউটার ব্যাটারি বাজার থেকে ফিরিয়ে নিয়েছিল।
লিথিয়াম ব্যাটারিতে কি সমস্যা হচ্ছে
টেক ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান এবিআই রিসার্চের বিশ্লেষক দিলান খো বলেছেন, ইলেক্ট্রিক বাইক এবং স্কুটারে যে ব্যাটারি ব্যবহার করা হয় তা স্মার্টফোনে ব্যবহৃত ব্যাটারির তুলনায় ৫০গুন বড়। তাই এগুলোতে কোন আগুন লাগার ঘটনা হলে ভয়াবহ হয়ে উঠে।
সব লিথিয়াম ব্যাটারিতেই দাহ্য পদার্থ থাকে। ব্রঙ্কসের মতো দূর্ঘটনাগুলি মূলত ‘থার্মাল রনওয়ের’ ফলাফল। থার্মাল রনওয়ে মূলত একটি চেইন বা বিরতিহীন প্রক্রিয়া যার মাধ্যমে আগুন লাগা এবং বিস্ফোরণের ঘটনা ঘটে।
খো আরো বলেছেন, ‘একটি ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়া, পাংচার হওয়া অথবা শর্ট সার্কিটের মতো কোন বৈদ্যুতিক ত্রুটি থেকেও থার্মাল রনওয়ের ঘটনা ঘটতে পারে। তবে চার্জ দেয়ার সময় যদি আগুন লাগার ঘটনা ঘটে তাহলে ধরে নিতে হবে এখানে উৎপাদনে ত্রুটি রয়েছে।’
তিনি আরো বলেন, ‘কোভিড মহামারী শুরুর পর থেকে স্কুটার ব্যবহার নাটকীয়ভাবে বেড়েছে। বিশেষ করে পণ্য ডেলিভারির কাজে তা ব্যবহার হচ্ছে বেশি। চাহিদা বেশি থাকায় ব্যাটারি সিস্টেমে সর্বোচ্চ মান নিয়ন্ত্রন হচ্ছে না। এসব ডিভাইসে মান নিয়ন্ত্রনে যতদিন না পর্যন্ত নীতিমালা হচ্ছে এ ধরনের দূর্ঘটনা ঘটতেই থাকবে।
গ্রাহকদের করনীয় কি
এ সমস্যার সমাধান হিসেবে কেরবার সুপরিচিত বিক্রেতাদের থেকে ইউএল এর প্রত্যয়ন পাওয়া ই-বাইক ও স্কুটার কেনার পরামর্শ দিয়েছেন। কারণ অনলাইন থেকে বাইক কিনলে তা কোথা থেকে এসেছে শনাক্ত করা কঠিন হয়।
এছাড়া স্কুটার ও ই-বাইক ছাড়াও লিথিয়াম ব্যাটারিযুক্ত যে কোন ডিভাইস ব্যবহারকারীকে চার্জ দেয়া এবং ব্যাটারি ব্যবহারের সঠিক নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইউনিভার্সিটি অব মিশিগানের গবেষণা অনুযায়ি, এই ধরনের ব্যাটারিযুক্ত যে কোন ডিভাইস যেখানে চার্জ দেয়া ও রাখা হবে সে স্থানটি ঠান্ডা, শুকনো হতে হবে। একনাগারে অনেকক্ষণ চার্জ দেয়া যাবে না এবং চার্জ দিয়ে ঘুমিয়ে পড়া যাবে না।
গবেষকরা বলেছেন, ‘উচ্চ তাপমাত্রা ব্যাটারির প্রতিটি উপাদানের ক্ষয়কে ত্বরান্বিত করে। যা আগুন লাগা অথবা বিস্ফোরণের মতো দূর্ঘটনার ঝুঁকি সৃষ্টি করে। যদি কখনো চার্জে থাকা অবস্থায় ল্যাপটপ অথবা স্মার্টফোনটি বেশি গরম মনে হয় সাথে সাথেই প্লাগ খুলে ফেলতে হবে।’ এছাড়া ব্যাটারিতে কোন ফাটা বা ফুটো সৃষ্টি হয়েছে কিনা তা নিয়মিত পরীক্ষা করে দেখতে হবে। ডিভাইসের সাথে যে চার্জার দেয়া হয়েছে সেটিই ব্যবহার করতে হবে ; তবে বিকল্প প্রয়োজনে খ্যাতনামা কোম্পানির চার্জার ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। ইলেক্ট্রিক বাইক বা স্কুটার চার্জ দেয়ার সময় ফায়ার এস্কেপ রুট বন্ধ রাখা যাবে না।
বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের জেষ্ঠ্য পরিচালক শ্রীধর শ্রীনিবাসন বলেছেন, কিছু কিছু ব্যাটারির রসায়ন অন্যান্যগুলোর চেয়ে নিরাপদ। একটি ভালো, নিরাপদ লিথিয়ান আয়ন ব্যাটারির বিকল্প গ্রহন থেকে আমরা এখনো বেশ কয়েক বছর পিছিয়ে রয়েছি। যেমন এলএফপি (লিথিয়াম আয়ন ফসফেট) লিথিয়াম আয়ন ব্যাটারির মতো অতিরিক্ত গরম হয় না। সোডিয়াম আয়ন অথবা সলিড স্টেট ব্যাটারির মতো ভবিষ্যত ব্যাটারি প্রযুক্তি লিথিয়াম আয়ন ব্যাটারির কিছু কিছু নিরাপত্তা সমস্যা সমাধান করবে বলে আশা করা হচ্ছে।
সিএনএন/আরএপি