![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: আমাদের দৈনন্দিন জীবনের নানাবিধ কাজের সাথে ‘গুগল সার্চ’ শব্দটি মিশে রয়েছে। সিনেমা দেখা থেকে শুরু করে আইফোন থেকে আইফোনে কিভাবে ডাটা ট্রান্সফার করা যায়- এ সব কিছুই গুগল সার্চের সহযোগিতায় আমরা জানতে ও শিখতে পারি।
আমরা জানি গুগল সার্চে অনেক ফিচার রয়েছে। আবার জানা নেই এমন ফিচারের সংখ্যাও কম নয়। গুগল সার্চে এমন কিছু লুকিয়ে থাকা ফিচার নিয়েই এ লেখা-
স্টপওয়াচ ও টাইমার
গুগল সার্চে স্টপওয়াচ ও টাইমার নামে একটি ফিচার রয়েছে। এটি পেতে খুব বেশি কিছু করতে হবে না। গুগল সার্চে ‘টাইমার’ শব্দটি লিখলেই সেখানে একটি টাইমার দেখা যাবে। এছাড়া সময় গণনার জন্য এখানে একটি স্টপওয়াচ ট্যাবও রয়েছে।
শিপমেন্ট ট্র্যাকিং
গুগল সার্চে থাকা শিপমেন্ট ট্র্যাকিং ফিচারটি সত্যিই চমৎকার। এটি সেট করার বিভিন্ন উপায় রয়েছে। শিপমেন্ট ট্র্যাকিং টুল ব্যবহারের একটি পদ্ধতি হচ্ছে- গুগল সার্চ বারে ‘ফেডেক্স ট্র্যাকিং’ লিখতে হবে। লেখার পর পেইজের উপরের দিকে ট্র্যাকিং নম্বর চাওয়া হবে। ইউপিএস, ডিএইচএল ও ইউএসপিএসের মতো শিপিং প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এটি প্রযোজ্য।
ট্র্যাকিং বিষয়ক তথ্য পাওয়ার আরেকটি উপায় হলো গুগল সার্চে সরাসরি ট্র্যাকিং নম্বর দিতে হবে। ট্র্যাকিং নম্বরটি যদি শীর্ষস্থানীয় কোন লজিস্টিক কোম্পানির হয় তাহলে কোম্পানিটির সাইট থেকে স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাকিংয়ের তথ্য নিতে পারবে গুগল।
কনভারশন
গুগল সার্চের মাধ্যমে বিভিন্ন ধরনের বিষয় কনভার্ট বা রপান্তর করা যায়। যেমন-পাঁচ মাইল দীর্ঘ যাত্রায় কতো কিলোমিটার ভ্রমন করতে হবে? এমন কিছু গুগল সার্চই জানাতে পারে। রান্নাঘরেও দারুন সহায়ক হয় গুগলের এই ফিচার। কিভাবে? গ্রামকে আউন্সে রূপান্তর অথবা কয় কাপ মিলিয়ে কত লিটার হবে সে হিসাবও গুগল সার্চের এই ফিচারটি করে দিতে পারে।
ট্রান্সলেশন
গুগলের তুমুল জনপ্রিয়তার অন্যতম মাধ্যম গুগল ট্রান্সলেট। গুগল সার্চে এমন একটি অ্যাপ রয়েছে যার সুবাদে গুগল ট্রান্সলেট অ্যাপটি সরাসরি ব্যবহার না করলেও চলবে। গুগল সার্চ বারে বিদেশি কোন শব্দ অথবা বাক্য লিখলেই তা স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করে দেবে গুগল।
গুগল লেন্সের মাধ্যমে অনুসন্ধান
গুগল লেন্স হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষমতা সম্পন্ন একটি টুল। এটি ফোনের ক্যামেরা ব্যবহারের মাধ্যমে যা যা দেখতে পাওয়া যায় সে সম্পর্কিত তথ্য দিয়ে থাকে। এটি সার্চ থেকেও কিছুটা পৃথক। গুগল ক্রোমের সাথে এই টুলটির কিছু সংশ্লিষ্টতা রয়েছে যার সুবাদে গুগল লেন্স ব্যবহার করে এখানে থাকা ছবির যে কোন তথ্য পেতে তা অনুসন্ধান করা যায়।
এজন্য প্রথমেই গুগল ক্রোম ব্যবহার করতে হবে। যে কোন ছবির ডানপাশে ক্লিক করে গুগল লেন্সের মাধ্যমে একটি ছবি সম্পর্কে জানা যায়। একটি ছবির আদ্যেপান্ত জানার জন্য এটি সবচেয়ে সহজ উপায়।
আর গুগল ক্যানারি থাকলে লেন্স রিজিওন সার্চ ব্যবহার করে গোটা পৃষ্ঠা অনুসন্ধান করা যায়। এতে গুগল লেন্সের মতোই ফলাফল পাওয়া যায় তবে এজন্য কোন নির্দিষ্ট ছবিতে ক্লিক করতে হয় না। শুধুমাত্র ‘সার্চ পেজ উইথ গুগল লেন্স’ এ ক্লিক করলেই হলো।
সর্বশেষ ১৫ মিনিটের তথ্য মুছে ফেলা (শুধুমাত্র স্মার্টফোনের জন্য)
এই ফিচারটি গুগল সার্চের স্মার্টফোন অ্যাপগুলোর একটি অংশ। এই অ্যাপটিতে প্রবেশের পর প্রোফাইল পিকচারে চাপ দিলে সার্চ হিস্ট্রির সর্বশেষ ১৫ মিনিটের তথ্য মুছে ফেলা যাবে। ব্রাউজার হিস্ট্রি যতটা সহজে মুছে ফেলা যায় সার্চ হিস্ট্রি মুছে ফেলা কিন্তু ততটা সহজ নয়। তবে এই ফিচারটির সাহায্যে এ কাজটি সহজে শেষ করা যায়।
ইনস্ট্যান্ট সার্চ বারের শর্টকাট
এই ফিচারটির সাহায্যে কয়েক সেকেন্ড হলেও সময় বাঁচানো সম্ভব। যখন গুগল সার্চের পেইজে থাকা হয় তখন সার্চ বারের ব্যাক আপ রাখতে চাইলে ‘/’ লিখলে পরবর্তীতে যা খুঁজতে হবে তা টাইপ করা শুরু করলেই হবে।
মাল্টিসার্চ (শুধুমাত্র স্মার্টফোনের জন্য)
চলতি বছর গুগলের আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপগুলো মাল্টিসার্চ নামে একটি নতুন ফিচার যোগ হয়েছে। এই ফিচারটি ইমেজ ও ছবিভিত্তিক অনুসন্ধানের তথ্য একত্রিত করে একটি নির্দিষ্ট ফলাফল দিয়ে থাকে। যেমন-মাল্টিসার্চ ফিচারটি একজোড়া হলুদ হিল জুতার ছবি নিয়ে ‘ফ্লাট’ শব্দটি লিখলে গুগল শপিংয়ে একই রংয়ের ফ্লাট জুতাগুলো দেখিয়ে থাকে।
সাইট সার্চ
এই ফিচারটি বিভিন্ন সাইট সম্পর্কে খোঁজখবর দিয়ে থাকে। গুগল সার্চে ‘সাইট’ শব্দটি লেখার পর একটি ওয়েবসাইট ইউআরএল যোগ করতে হবে। পরবর্তীতে এই সাইটটি সম্পর্কে সব তথ্য জানা যাবে।
ব্রাউজার ক্যালকুলেটর
হিসাব-নিকাশের যেকোন প্রয়োজনে গুগল সার্চ সহায়ক হতে পারে। এজন্য গণিতের সমস্যাটি লিখলে এটি শুধুমাত্র একটি উত্তর দেয় না সম্পুর্ণরপে কার্যকরী ইন-ব্রাউজার ক্যালকুলেটর প্রদান করে।
টিপ ক্যালকুলেটর
গুগল সার্চের এটি সবচেয়ে ব্যবহারযোগ্য ক্যালকুলেটর হয়ে উঠতে পারে। ‘টিপ ক্যালকুলেটর’ লিখলেই একটি বিলে কি পরিমান টিপ দিতে হবে তা বলে দিবে গুগল। এমনকি উপস্থিত সদস্যদের মধ্যে টিপটি কিভাবে ভাগ করে দেয়া যাবে সে হিসাবও করা যাবে।
নতুন ট্রিভিয়া শেখা
গুগলে যদি ‘মজার ঘটনা’ এ বাক্য লিখে সার্চ দেয়া হয় তাহলে এ বিষয়ক প্রচুর কনটেন্ট উপস্থিত হবে। গুগল সার্চে এমন মজার মজার তথ্যও পাওয়া যাবে।
ইন্টারনেট/আরএপি