গুগল ডকস ও জিমেইলে এআই রাইটিং ফিচার যুক্ত হচ্ছে

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: লেখায় সহায়তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এখন রীতিমতো প্রতিযোগিতায় পরিণত হয়েছে। সার্চ জায়ান্ট গুগলও তাদের সব অ্যাপস ও সার্ভিসে এআই ফিচার যুক্ত করার তোরজোর শুরু করছে। এরমধ্যে লেখায় সহযোগিতার জন্য সর্বপ্রথম জিমেইল ও গুগল ডকসে নতুন এআই রাইটিং এবং রিরাইটিং ফিচার যোগ করছে কোম্পানিটি।

গুগলের প্রথম এআই ফিচারগুলো শুধুমাত্র বিদ্যমান অ্যাপ অথবা পরিষেবার উপরে ঝুলতে থাকা চ্যাটবট নয়। বরং এর কার্যকারীতা কিছুটা বিং চ্যাট এবং এজ এ মাইক্রোসফট যে পরীক্ষা চালাচ্ছে তার মতো। গুগল ডকসে খুব শিগগিরই লেখায় সহায়তা করার মতো ব্যবস্থা যোগ হবে। যেমন- ‘একজন আঞ্চলিক বিক্রয় প্রতিনিধির জন্য চাকরির পোস্ট’ এমন টাইপ করার পর জব ডিসক্রিপশন তৈরি হবে।

গুগল একটি ব্লগ পোস্টে জানিয়েছে, ‘পছন্দসই একটি টপিক টাইপ করলে সাথে সাথেই লেখাটির একটি খসড়া তৈরি হবে। এআই’র সহায়তায় লেখাটি আরো মানসম্মত ও সম্পাদনা করা যাবে। প্রয়োজনে লেখাটির জন্য অনেক পরামর্শও দিবে এআই প্রযুক্তি।’

Techshohor Youtube

এদিকে ডকস এবং জিমেইলে রিরাইট বা পুনঃলেখন ফাংশন যোগ করার বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে গুগল। এই সুবিধা চালু হলে লেখা থেকে বিভিন্ন চুম্বক অংশ নিয়ে নানাভাবে রিরাইট বা পুনঃলেখন করা যাবে। যেমন- একটি ক্লিকের মাধ্যমেই মিটিংয়ে দ্রুত নেয়া নোটগুলোকে আরো পরিমার্জিত সুন্দর সারাংশে রুপান্তর করা যাবে। 

গুগল আরো জানিয়েছে, এআইয়ের দেয়া পরামর্শগুলো খুব সহজে গ্রহন, সম্পাদনা অথবা পরিবর্তন করা যাবে। এছাড়াও কোম্পানিটি প্রয়োজনীয় প্রশাসনিক নিয়ন্ত্রণ দিবে যাতে করে প্রতিষ্ঠানের জন্য সঠিক নীতিমালা নির্ধারন করতে পারে আইটি। ফলে কর্মক্ষেত্র অথবা শিক্ষা প্রতিষ্ঠানে গুগল ডকস অথবা জিমেইলে এআই ব্যবহার করা হলে এআই ফিচার বন্ধ করে দিতে সক্ষম হবে কোম্পানি।

আরএপি

*

*

আরও পড়ুন