![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যামাজনও নিজস্ব স্যাটেলাইট নেটওযার্ক গড়ে তুলছে। নিম্ন কক্ষপথে তিন হাজার ২৩৬টি স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে বিশ্বের যে কোন প্রান্তে দ্রুত ইন্টারনেট সরবরাহের লক্ষ্য নিয়েছে কোম্পানিটি। অ্যামাজনের দাবি তাদের স্যাটেলাইটগুলো ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংকের স্যাটেলাইটের চেয়েও দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করবে।
স্টারলিংক ও ইরিডিয়ামের মতো নিম্ন-কক্ষপথের নেটওয়ার্কের সুবাদে স্যাটেলাইট ইন্টারনেট আরো জনপ্রিয় হয়ে উঠেছে।
প্রজেক্ট কুইপার নামে তাদের এই স্যাটেলাইট নেটওয়ার্ক স্থাপন প্রকল্পটি নিয়ে সম্প্রতি বিস্তারিত তথ্য প্রকাশ করেছে অ্যামাজন। সেখানে বলা হযেছে, তাদের তৈরি করা স্যাটেলাইটগুলো মহাকাশে নিয়ে যেতে অ্যারিয়ানাস্পেস, ব্লু অরিজিন ও ইউনাইটেড লঞ্চ অ্যালিয়েন্স থেকে ৯২টি ভারী উৎক্ষেপনের সাহায্য নেয়া হবে। এই স্যাটেলাইটগুলো স্টারলিংকের স্যাটেলাইটের চেয়েও ভালো কাজ করবে বলে জানিয়েছে অ্যামাজন। এই স্যাটেলাইটগুলো প্রতি সেকেন্ডে এক টেরাবাইট পর্যন্ত ট্রাফিক কন্ট্রোল করতে পারবে এবং কক্ষপথে সাত বছর থাকার পর এগুলো পরিবর্তনের প্রয়োজন হতে পারে।
নেটওয়ার্ক সরবরাহের জন্য স্যাটেলাইটের সাথে যে গ্রাউন্ডভিত্তিক টার্মিনালগুলো সংযুক্ত করবে অ্যামাজন তা তৈরি সম্পন্ন হয়েছে। দেখা যাচ্ছে এই টার্মিনালগুলো আকারে বেশ ছোট ও তুলনামুলক কম ব্যয়বহুল। এগুলো সাত ইঞ্চি লম্বা এবং ওজন এক পাউন্ড করে। আকৃতিতে এতো ছোট হওযা সত্ত্বেও এর গতি প্রতি সেকেন্ডে ১০০ মেগাবাইট পর্যন্ত হবে; যা ওয়েব ব্রাউজিং ও দুরবর্তী স্থান থেকে কাজ করার জন্য যথেষ্ট।
বাড়ি ও সাধারন ব্যবসার জন্য ব্যবহার করা যাবে এভাবেই টার্মিনালগুলোর নকশা করা হয়েছে। এর একটি ১১ ইঞ্চি বর্গক্ষেত্র, ওজন হবে পাঁচ পাউন্ড এবং প্রতি সেকেন্ডে ৪০০ মেগাবাইট পর্যন্ত গতি পাবে। চুড়ান্তভাবে একটি প্রো মডেল হবে যার পরিমাপ হবে ১০ গুন ৩০ ইঞ্চি। প্রতি সেকেন্ডে এর গতি থাকবে এক গিগাবাইট। এর বেশিরভাগই তেলের রিগ, সামুদ্রিক জাহাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।
মাসে এগুলোর সার্ভিস ব্যয় কেমন হবে সে বিষয়ে কিছু জানায় নি অ্যামাজন। এছাড়া অ্যান্টেনার খরচ না জানালেও টার্মিনাল বসাতে কমপক্ষে ৪০০ ডলার লাগবে বলে জানা গিয়েছে। গত মে মাসে প্রথম প্রটোটাইপ স্যাটেলাইট উৎক্ষেপন করে অ্যামাজন। আগামি বছরের মাঝামাঝি সময়ে পুরোদমে স্যাটেলাইট নির্মাণ করা হবে।
আরএপি