সাইবার নিরাপত্তায় মোবাইল নেটওয়ার্কে বসছে মনিটরিং সিস্টেম

tower-techshohor
মোবাইল নেটওয়ার্ক টাওয়ার, প্রতীকী ছবি।

আল-আমীন দেওয়ান : মোবাইল নেটওয়ার্কে সাইবার নিরাপত্তায় মনিটরিং সিস্টেম বসাতে যাচ্ছে বিটিআরসি।

এতে মোবাইল নেটওয়ার্ক, সিস্টেম, অ্যাপ্লিকেশন ও ডেটাবেইজে সাইবার আক্রমন সনাক্তকরণ ও প্রতিরোধে ব্যবস্থা নেয়াসহ এ খাতের আইটি সম্পদের সুরক্ষা মিলবে।

বিটিআরসি বলছে, দেশের ডিজিটাল অবকাঠামোতে বিপর্যয় সৃষ্টি করতে পারে এমন আক্রমন প্রতিরোধ করতে ডেটা নেটওয়ার্ক অপারেটর এবং অন্যান্য প্রতিষ্ঠান-সংস্থার বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থাকে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এর মাধ্যমে। আর সেই অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা দেয়া যাবে।

Techshohor Youtube

ইতোমধ্যে বিটিআরসির ডিজিটাল নিরাপত্তা সেলের আওতায় এই সিস্টেমের যন্ত্রপাতি কিনতে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিটিআরসির সাইবার সিকিউরিটি যন্ত্রপাতি কেনার জন্য চলতি বছরের বাজেটে বরাদ্দের ৩০ কোটি টাকা হতে এই সিস্টেম কেনা হবে। তবে এই কেনাকাটায় সরকারি অর্থ ব্যয়ে ‘ব্যয় সংকোচন’ নীতি অবলম্বন করতে চায়।

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ টেকশহর ডটকমকে জানান, এই সিস্টেম বাস্তবায়িত হলে দেশের টেলিযোগাযোগ খাতের সাইবার নিরাপত্তা নিশ্চিতে সুবিধা হবে।

কেমন প্রযুক্তি থাকবে এই সিস্টেমে :

সাইবার নিরাপত্তায় অনেক ধরণের সার্ভিস মডিউলের বিষয়ে উল্লেখ করেছে বিটিআরসি। যেমন, সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (এসআইইএম), ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ট প্রেনিট্রেশন টেস্ট (ভিএপিটি), এন্ডপয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (ইডিআর), এক্সটেন্ডেড ডিটেকশন অ্যান্ড রেন্সপন্স (এক্সডিআর), সিকিউরিটি ওরকেস্ট্রেশন, অটোমেশন অ্যান্ড রেসপন্স (এসওএআর), ইউজার এন্ড এনটিটি বিহেভিয়ার অ্যানালিটিকস (ইউইবিএ), নেটওয়ার্ক বিহেভিয়ার অ্যানমেলি ডিটেকশন (এনবিএডি) বা নেটওয়ার্ক ট্রাফিক অ্যানালাইজার (এনটিএ), থ্রেট ইন্টেলিজেন্স (টিআই), ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম (আইডিএস), মেশিন লার্নিং (এমএল), ডিপ লার্নিং (ডিএল), আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর মতো বিভিন্ন যন্ত্রপাতি।

এসব যন্ত্রপাতি দিয়েই বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তার বিষয়ে মনিটরিং চালানো হয়। যেখানে ডিডট অ্যাটাক বা অ্যাম্লিফিকেশন, বডনেট অ্যাটাক, ডিএনএস ডেটা লিক, ডিএনএস স্পুফিং, ম্যালওয়্যার ও র‌্যানসমওয়্যার ডিটেকশনসহ ট্রাফিক অ্যানালাইসিস করে নেটওয়াকর্কে সুরক্ষা দেয়া হয়।

সিস্টেম কী শুধুই মোবাইল নেটওয়ার্কে :

দেশের মোবাইল ফোন নেটওয়ার্কে ৯০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। বিটিআরসি তাই প্রথমে এই মনিটরিং সিস্টেম মোবাইল নেটওয়ার্কে বসাতে চায়। এরপর এর খরচ ও অন্যান্য বিষয়গুলো সফলতার সঙ্গে হলে আইআইজি নেটওয়ার্কেও এই সিস্টেম বসানোর কথা ভাবছে নিয়ন্ত্রণ সংস্থাটি।

এদিকে মোবাইল ফোন অপারেটরদের ভয়েস ও ডেটা ট্রাফিক, নেটওয়ার্ক ও মানের রিয়েল টাইম তথ্য নিতে টেলিকম মনিটরিং সিস্টেমের (টিএমএস) উদ্যোগও বাস্তবায়নের পথে।

ইতোমধ্যে এই ২০২৩ সালের ৮ মার্চ এ জন্য কানাডাভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘টিকেসি টেলিকম ইনকরপোরেশন’ এর আয়োজনে দেশটির কুইবেক প্রদেশের মন্ট্রিলে বিটিআরসির টিএমএস পরিচালনার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এতে বিটিআরসির ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ,স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদসহ বিটিআরসির টিএমএস কার্যক্রম সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন। টিকেসি হতে ৭৭ কোটি ৬৫ লাখ ৩২ হাজার ৭৯৬ টাকার পণ্য ও সেবা কেনা হচ্ছে।

*

*

আরও পড়ুন