ডিজিটাল হয়রানি প্রতিরোধে টু স্টেপ ভেরিফিকেশন সক্রিয় করুন - মোস্তাফা জব্বার

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডিজিটাল হয়রানি প্রতিরোধে সব ডিজিটাল প্ল্যাটফর্মেই টু স্টেপ ভেরিফিকেশন সক্রিয় করার জন্য গুরুত্তারোপ করেছেন।

মন্ত্রী মঙ্গলবার নেত্রকোণায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প আয়োজিত উগ্রবাদ প্রতিরোধ ও সাইবার অপরাধ দমনে শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীর ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল প্লাটফর্মে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন,পুলিশ অন্যান্য ক্ষেত্রে যেরূপ নিরাপত্তা দেয় তদ্রুপ ডিজিটাল ক্ষেত্রেও জনগণকে নিরাপত্তা প্রদান করতে হবে। ডিজিটাল হয়রানির প্রতিকারে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা ইতোমধ্যে ডিজিটাল অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্ত্রী পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

Techshohor Youtube

সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ যাতে বিস্তার না হয় সে বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের নিরাপদ রাখার প্রয়োজনীয়তার আছে ,পাসওয়ার্ড অন্যের কাছে হস্তান্তর করা যাবে না। সবখানেই টু স্টেপ ভেরিফিকেসন সক্রিয় রাখতে হবে। আমরা নিজেরা নিজেদের নিরাপদ রেখে অপপ্রচারের বিরুদ্ধে মতামত দিয়ে ডিজিটাল জগতকে নিরাপদ রাখতে ভূমিকা রাখতে পারি বলে বলেন মন্ত্রী।

মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে পরিচালিত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ নানা প্রকার উস্কানী, অপপ্রচার ও গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্র, শিক্ষক অভিভাবক এবং গণমাধ্যম কর্মীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়া সেমিনারে অংশ গ্রহণকারিদের সেমিনারে অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়ে ডিজিটাল অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখার কথাও মনে করিয়ে দেন।

নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে, ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাজমুল ইসলাম, বিপিএম. শিক্ষাবীদ মতীন্দ্র সরকার এবং নেত্রকোণা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান খান বক্তৃতা করেন।

*

*

আরও পড়ুন