সিটিসেলের লাইসেন্স বাতিলে বিটিআরসির সিদ্ধান্তে টেলিযোগাযোগ বিভাগের পূর্বানুমোদন

citycell_techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সিটিসেলের লাইসেন্স বাতিলে বিটিআরসির নেয়া সিদ্ধান্তে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পূর্বানুমোদন দিয়েছে ।

বিটিআরসির কাছে এ সংক্রান্ত নথি ইতোমধ্যে বিভাগটি পাঠিয়ে দিয়েছে। এরআগে ২০২২ সালের জানুয়ারির শেষে দেশের প্রথম এই মোবাইল ফোন অপারেটরটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় বিটিআরসি। তখন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এই পূর্বানুমোদন চেয়েছিলো নিয়ন্ত্রণ সংস্থাটি।

সে সময় ‘বিনিয়োগের ‘গল্পেও’ রক্ষা হলো না সিটিসেলের, বাতিল হচ্ছে লাইসেন্স’ শিরোনামের প্রতিবেদনে সিটিসেলের লাইসেন্স বাতিল সংক্রান্ত বিস্তারিত তুলে ধরে টেকশহর ডটকম।

Techshohor Youtube

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার টেকশহর ডটকমকে জানিয়েছেন, ‘সিটিসেলের লাইসেন্স রাখার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই।’

লাইসেন্স বাতিলে বিটিআরসির নেয়া সিদ্ধান্তের আগে অপারেটরটি বকেয়া পরিশোধের আশ্বাস ও বিনিয়োগ এনে ফেরার কথা বলেছিলো। কিন্তু সে ‘গল্প’ দিয়েও শেষ রক্ষা হয়নি সিটিসেলের।

এরও আগে ‘নির্ধারিত সময়ে সরকারের বকেয়া পরিশোধ না করায়’ প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড বা সিটিসেলের লাইসেন্স কেন বাতিল করা হবে না-কারণ দর্শানো নোটিশ দেয় বিটিআরসি। ২০২২ সালের অক্টোবরে ৩০ দিন সময় দিয়ে এই নোটিশ দেয়ার আগেও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পূর্বানুমোদন নিয়েছিলো নিয়ন্ত্রণ সংস্থাটি।

সিটিসেলের টুজি সেলুলার মোবাইল অপারেটর লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের আগে ২০২২ সালের সেপ্টেম্বরে রেডিও কমিউনিকেশন ইকুইপমেন্ট লাইসেন্স ও তরঙ্গ বাতিল করে দেয়া হয়।

বিটিআরসি বলছে, ২০২২ সালের আগস্ট পর্যন্ত তাদের পাওনা ২১৮ কোটি ৪০ লাখ ২০ হাজার ৬৫৯ টাকা। এই টাকার উপর বিলম্ব ফি বকেয়া পরিশোধের দিন পর্যন্ত যোগ হবে বা আদালতের রায় অনুযায়ী দিতে হবে।

আর ছয় বছর ধরে বন্ধ প্রতিষ্ঠানটির দেনা দিনদিন বেড়েই চলেছে । যেখানে যোগ হচ্ছে বার্ষিক লাইসেন্স ফি, ভ্যাট ও বিলম্ব ফি।

১৯৮৯ সালে দেশের প্রথম মোবাইল অপারেটরের লাইসেন্স পেয়ে সিটিসেল ১৯৯৩ সাল থেকে সেবা দিতে শুরু করে।

অপারেটরটির ৪৪ দশমিক ৫৪ শতাংশ শেয়ারের মালিক সিঙ্গাপুরের টেলিযোগাযোগ সেবাদাতা কোম্পানি সিংটেল-এর হাতে।

আর সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের প্যাসিফিক মোটর্সের রয়েছে ৩৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ার। এছাড়া ১৭ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে ফার ইস্ট টেলিকমের হাতে। সেটিও আসলে মোর্শেদ খানেরই আরেকটি কোম্পানি।

প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড বা সিটিসেলের টুজি সেলুলার মোবাইল ফোন অপারেটর লাইসেন্স (নবায়নকৃত) ২০২৬ সালের ১০ নভেম্বর শেষ হবে।

*

*

আরও পড়ুন