![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর : বেসিস আয়োজিত সফটএক্সপো প্রদর্শনীতে স্মার্ট বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখার জন্য পরিকল্পনা তুলে ধরেছে চীনের বিশ্বখ্যাত প্রযুক্তি পন্য উদ্ভাবনকারী প্রতিষ্ঠান জেডটিই।
একই সঙ্গে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি কিভাবে বাংলাদেশে মানুষের কল্যাণে কাজে লাগানো যায় সে বিষয়েও একটি রূপরেখা তুলে ধরেছে। পূর্বাচলের বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টারে গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনী আগামীকাল রোববার শেষ হবে।
এই প্রদর্শনী চলাকালে শনিবার ফাইভজি অ্যান্ড আইওটি অপরচুনিটিজ ফর বিজিডি টেলিকম অ্যান্ড সফটওয়্যার ইন্ডাস্ট্রি” শিরোনামে অনুষ্ঠিত সেমিনারে জেডটিই বাংলাদেশের টেকনিক্যাল ডিরেক্টর কং সুংএন এই পরিকল্পনা তুলে ধরেন। তিনি তার বক্তব্যে ডিজিটাল বাংলাদেশের ১২ বছরের যাত্রায় জেডটিইর ভূমিকা তুলে ধরেন । একই সঙ্গে তিনি সবচেয়ে উন্নত প্রযুক্তি প্রদানে জেডটিইর সক্ষমতার বিভিন্ন দিক এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হিসেবে জেডটিই-এর সম্ভাব্য অবদানের কথা তুলে ধরেন।
তিনি বলেন, জেটটিই প্রথমে উন্নত ফাইভজি প্রযুক্তি নিশ্চিত করবে। একই সময়ে, এটি ডেটা সায়েন্সের ক্ষেত্রে উপযুক্ত জনশক্তি তৈরির উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী সংস্থার সাথে কাজ করবে এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য ক্ষেত্রে যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, এবং মেশিন লার্নিং এর মাধ্যমে স্মার্ট সিটিজেন, স্মার্ট সিটি গড়ে তোলাসহ বাংলাদেশে সব ধরনের স্মার্ট সেবা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করতে প্রস্তুত জেডটিই।
তিনি আরও বলেন, প্রযুক্তি উদ্ভাবন যেন মানুষের সত্যিকার কল্যাণে কাজে লাগে সেটা নিশ্চিত করাই সবচেয়ে জরুরি এবং সে বিষয়টিকেই প্রাধান্য দিচ্ছে জেডটিই।
বেসিস এর কর্মকর্তারা জানিয়েছেন, সেমিনারের প্রথম চার দিনে দেশী -বিদেশী প্রায় ২০০ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এই প্রদর্শীনতে অংশ নিয়েছেন। স্থানীয় এবং আন্তর্জাতিক ৩০০টি প্রতিষ্ঠান তাদের সর্বশেষ প্রযুক্তিগত উদ্ভাবন প্রুদর্শন করেছে। আর তিন দিনে প্রায় এক লাখ দর্শনার্থী এসেছেন যার বেশীরভাগই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।