নেটওয়ার্কে ফিরেছে জিপি

GrameenPhone Corporate Office_ Tech Shohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পুরোদমে নেটওয়ার্কে ফিরেছে গ্রামীণফোন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা হতে দেশের কিছু কিছু জায়গায় গ্রামীণফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিলো না। রাস্তা খুঁড়ে ফাইবার লাইন কাটা পড়ায় এই নেটওয়ার্ক সমস্যায় পড়েছিলেন গ্রাহকরা।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার টেকশহর ডটকমকে জানান, তারা পুরোদমে নেটওয়ার্কে ফিরেছেন।

Techshohor Youtube

‘রাস্তা সংস্কারের কাজে তিনটি জেলায় ফাইবার কাটায় পড়ায় এই সমস্যা হয়েছিলো। গ্রামীণফোনের টিম দ্রুততার সঙ্গে তা ঠিক করে পুনরায় নেটওয়ার্ক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছে’ বলছিলেন তিনি।

গ্রামীণফোনের বর্তমানে গ্রাহক সংখ্যা ৭ কোটি ৯৩ লাখ ৭০ হাজার।

*

*

আরও পড়ুন