ওপেনসিগন্যালের নিরীক্ষা,ভয়েস অভিজ্ঞতায় শীর্ষে জিপি,ডাউনলোডে বাংলালিংক

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : ওপেনসিগন্যালের নিরীক্ষায় ভয়েস অভিজ্ঞতায় বাংলাদেশ থেকে শীর্ষস্থান অর্জন করেছে  গ্রামীণফোন এবং ডাউনলোড গতিতে এগিয়ে রয়েছে বাংলালিংক ।            

বৈশ্বিকভাবেই মোবাইল নেটওয়ার্কের মান নিয়ে কাজ করে ওপেনসিগন্যাল। গ্রাহকদের নেটওয়ার্ক অভিজ্ঞতা নিয়ে স্বতন্ত্রভাবে তথ্য বিশ্লেষন এর ‘গ্লোবাল নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স রিপোর্ট’ (জিএমএনই) প্রকাশ করেছে ।

গ্রাহকদের ভয়েস অভিজ্ঞতায় গ্রামীণফোন সর্বোচ্চ মানোন্নয়ন হয়েছে ১২.৭ শতাংশ। অন্যদিকে ৭৮.৫ শতাংশ স্কোর নিয়ে ডাউনলোড  স্পিড এক্সপেরিয়েন্স শ্রেণিতে বাংলাদেশ থেকে শীর্ষস্থানে রয়েছে বাংলালিংক, দ্বিতীয় অবস্থানে রয়েছে  গ্রামীণফোন (৭২.১ শতাংশ)।

Techshohor Youtube

আপলোড স্পিড এক্সপেরিয়েন্স শ্রেণিতে বাংলাদেশের অপারেটরদের যথাক্রমে: গ্রামীণফোন (৭২.৩ শতাংশ), রবি (৬০.৩ শতাংশ) এবং বাংলালিংক (৫৯.৫ শতাংশ) ।

৭ কোটি ৯১ লাখ গ্রাহক নিয়ে দেশজুড়ে প্রতিষ্ঠানটি ১৯ হাজারের বেশি ফোরজি টাওয়ার দিয়ে সেবা প্রদান করছে।দেশের ৯৯ শতাংশ স্থান গ্রামীণফোনের ফোরজি কাভারেজের আওতাধীন।আর রবির গ্রাহক সংখ্যা ৫ কোটি ৪৪ লাখ, প্রতিষ্ঠানটির ফোরজি সাইট রয়েছে ১৬ হাজারের বেশি এবং দেশের জনসংখ্যার ৯৮.৩ শতাংশ রবির কাভারেজের আওতাধীন। অন্যদিকে বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৯০ লাখ।

গ্লোবাল অ্যাওয়ার্ডস রিপোর্টের অংশ হিসেবে, ওপেনসিগন্যাল বিশ্বজুড়ে অপারেটরদের সেবার মান তুলনা করে। গ্লোবাল রাইজিং স্টারসের অধীনে গ্রাহকদের মোবাইল নেটওয়ার্কে অভিজ্ঞতা প্রাপ্তির ভিত্তিতে অপারেটরদের স্বীকৃতি প্রদান করা হয়।

*

*

আরও পড়ুন