![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশ ইনোভেশন ফোরামের উদ্যোগে প্রায় ৬ শতাধিক অংশগ্রহনকারীকে নিয়ে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ৫ম বাংলাদেশ ইনোভেশন সামিট।
দুইটি প্যানেল ডিসকাশন ও দেশী বিদেশী বক্তাদের সেশনগুলোতে প্রথমবারের মতো দেশ ও বিদেশ থেকে ভার্চুয়ালি অংশগ্রহন করেন সহস্রাধিক উদ্ভাবন সম্পৃক্ত মানুষ।
বিশেষ অতিথির বক্তব্যে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান বলেন, “নিজের ওপর আস্থা রেখে কাজ করে যেতে হবে। আপনি যেভাবে চাইছেন সেভাবে না হলেও অন্যভাবে সাফল্য আসবেই।”
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) এর প্রো-ভাইস-চ্যান্সেলর আব্দুর রহমান তার বক্তব্যে প্রযুক্তির দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আগামীর সমৃদ্ধি নিশ্চিতে তরুনদের উদ্বুদ্ধ করেন।
ভার্চুয়াল মাধ্যমে তরুনদের নেটওয়ার্কিংয়ে উৎসাহিত করে অ্যামাজন ওয়েব সার্ভিসেস এর ইউএসএ লিডার ও সল্যুশন আর্কিটেক্ট মোহাম্মদ মাহাদিউজ্জামান বলেন, “যে যা নিয়ে কাজ করতে চান সেখানে ফোকাসড থেকে স্পেশালিষ্ট হয়ে উঠতে হবে। প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে শিক্ষা অর্জনের মাধ্যমে। পাশাপাশি অন্যদের সমস্যা জেনে সমাধানের পথ খুঁজে বের করে সকলের জন্য কাজে অগ্রসর হতে হবে।”
বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর সভাপতি আরিফুল হাসান অপু বলেন, ৫ম বাংলাদেশ ইনোভেশন সামিটকে রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেটাভার্স, ওয়েব ৩.০, স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার নির্দেশনা, বিজনেস গ্রোথ, বাংলাদেশে উদ্যোগের সম্ভাবনা, উইমেন অন্ট্রপ্রেনারশিপ এসব বিষয়কে নিয়ে সাজানো হয়েছে।
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে ‘আজকের উদ্ভাবন, আগামীর সম্ভাবনা’ শ্লোগানে অনুষ্ঠিত ৫ম বাংলাদেশ ইনোভেশন সামিট শেষ হয়।