গুরুকুলের ১৪ প্লাটফর্মকে পৃষ্ঠপোষকতা দেবে ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের তত্ত্বাবধানে গড়ে ওঠা শিল্প-সংস্কৃতি বিষয়ক ১৪টি প্লাটফর্মকে পৃষ্ঠপোষকতা দেবে ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন।

প্ল্যাটফর্মগুলো হচ্ছে- সেতার গুরুকুল, বেহালা গুরুকুল, বাঁশি গুরুকুল, আমার রবীন্দ্রনাথ, আমার নজরুল, অভিনয় গুরুকুল, চলচ্চিত্র গুরুকুল, ফাইন আর্টস গুরুকুল, বাচিকশিল্প গুরুকুল, নৃত্য গুরুকুল, তবলা গুরুকুল, শাস্ত্রীয় সঙ্গীত গুরুকুল, লোকগান গুরুকুল, সঙ্গীত গুরুকুল।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাদানি এভিনিউ সংলগ্ন ‘ইচ্ছে বাড়ি’তে শিল্পী-কলাকুশলীদের নিয়ে আয়োজিত ‘আসুন আলাপ করিয়ে দেই’ শিরোনামে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন ইয়ুথ গ্লোবালের চেয়ারম্যান ড. সীমা হামিদ।

Techshohor Youtube

ড. সীমা হামিদ জানান, এই প্লাটফর্মগুলোর জন্য তার ফাউন্ডেশন এক্সেলেটর হিসেবে কাজ করবে। এগুলো এতদিন এসব বিষয়ের শিক্ষা নিয়ে কাজ করছিল। তার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় শিক্ষার পাশাপাশি তারা শিল্পগুলোর ভিত্তি মজবুত করা ও সম্প্রসারণের কাজ করবে।

তিনি বলেন, এসব প্লাটফর্মে যুক্ত হয়ে, প্রাথমিক শিক্ষা শেষ করে, যারা যথাযথ মেধা ও আগ্রহের পরিচয় দিতে পারবেন, তাদের মধ্য থেকে ১ জনকে, প্রতি বছর আমরা স্কলারশিপের আওতায় নিয়ে আসবো। অর্থাৎ মোট ১৪টি স্কলারশিপ আমরা দেব। স্কলারশিপ হতে পারে দেশে-বিদেশে অধিকতর তালিমের জন্য, হতে পারে নিবেদিত হয়ে রেওয়াজ করার জন্য। আবার ওই বিষয়ে গবেষণার জন্যও হতে পারে।

ইয়ুথ গ্লোবাল অনলাইনের পাশাপাশি, দেশে ও বিদেশের সাংস্কৃতিসেবীদের সঙ্গে বাংলাদেশি শিল্পীদের কর্মকাণ্ডের সঙ্গে পরিচয় ও মেলবন্ধন গড়তেও কাজ করবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে গুরুকুল অনলাইন নেটওয়ার্কের প্রতিষ্ঠান ‘আর্ট অ্যান্ড কালচার গুরুকুল’র প্রধান গুরু ও সম্পাদক পণ্ডিত অসিত দে বলেন, শিল্প-সংস্কৃতি সেই অর্থে বাংলাদেশে এখনও ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে ওঠেনি। প্রযুক্তি পরিবর্তনের কারণে নানামুখী নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ অবস্থায় এটিকে একটি পর্যায়ে নিতে ব্যক্তি, সামাজিক, প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় পর্যায়ে পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি। এই উদ্যোগগুলোকে এগিয়ে নেবার জন্য আমরা ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন বিশেষ করে সীমা হামিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে শিল্প-সংস্কৃতির বিভিন্ন খাতের প্রায় ২০০ জন শিক্ষক, শিল্পী, কলাকুশলী, সমালোচক উপস্থিত ছিলেন।

*

*

আরও পড়ুন