![]() |
নুরুন্নবী চৌধুরী, স্পেশাল করসপনডেন্ট: বর্তমানের বহুল আলোচিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) টুলসের নাম চ্যাট জেনেরেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমার বা ‘চ্যাটজিপিটি’। ওপেনএআই নামক প্রতিষ্ঠানের তৈরি এই এআই টুলস ইতিমধ্যে সারাবিশ্বজুড়েই সাড়া ফেলেছে। ২০২২ সালের ৩০ নভেম্বর শুরু হওয়া এ টুলসটির ব্যবহারকারী ২০২৩ সালের জানুয়ারি মাসের মধ্যেই ১০০ মিলিয়ন ছাড়িয়েছে। এআই ভিত্তিক নানা ধরনের টুলসের ব্যবহার অনেকদিন ধরে হলেও চ্যাটজিপিটি এ আলোচনাটি বলতে গেলে সাধারণ মানুষদের মাঝে নিয়ে যেতে সক্ষম হয়েছে।
এরই মধ্যে জানা গেল চ্যাটজিপিটি’র নিজস্ব ডোমেইন (https://chat.openai.com/chat) ছাড়াও দুই শব্দের আরেকটি ডোমেইনের মালিক ‘ওপেনএআই’। এতদিন ধরে বিষয়টি খোলাসা হয়নি। এআই ডট কম (www.ai.com) নামের ডোমেইনটি গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) থেকেই রিডাইরেক্ট হয়ে চলে যাচ্ছে চ্যাটজিপিটি টুলসে। বিষয়টি গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছে ডোমেইন বিক্রি সংক্রান্ত প্রতিষ্ঠান এসএডব্লিউ ডট কম। তারা এক টুইটে বলেছে, ‘অবশেষে ব্যাগ থেকে বিড়াল বের হয়েছে! এআই ডট কম ডোমেইনের বিক্রিতে যুক্ত থাকায় আমরা গর্বিত।’ এ বিষয়ে একটি ব্লগ প্রকাশ করেছে ডোমেইন ভিত্তিক ব্লগ সাইট ডোমেইন গ্যাং। তাতেই এ ডোমেইনের বিস্তারিত জানা গেল।
ডোমেইন গ্যাং প্রকাশিত ব্লগের তথ্য অনুযায়ী, দুই বছর আগে প্রায় ১১ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে এআই ডট কম ডোমেইনটি! যদিও সে সময়ে কে কিনেছে ডোমেইনটি সেটি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। ২০১৫ সালে শুরু হওয়া এআই ভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআই যে সে সময়ের ডোমেইনটি কিনে রেখেছিল সেটিই জানা গেল এখন। এর আগে এ ডোমেইনের মালিক ছিল ফিউচার মিডিয়া আর্কিট্যাক্ট নামের একটি প্রতিষ্ঠান। সেখান থেকেই নন ফাঞ্জিবল টোকেন (এনএফটি) এর মাধ্যমে বিক্রি হয়েছিল ডোমেইনটি। এর ফলে এখন চ্যাটজিপিটি’র নিজস্ব ডোমেইন ছাড়াও ১১ মিলিয়ন ডলারে কেনা এআই ডট কম (www.ai.com) দিয়েও যে কেউ চাইলে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন।