ভালোবাসা দিবসে ভিভোর গল্প লেখার কনটেস্ট

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো ভালোবাসা দিবসে আয়োজন করেছে ভালোবাসার গল্প লেখার কনটেস্ট।

১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ভিভোর অফিসিয়াল ফেইসবুক পেইজে ভালোবাসার গল্প লিখে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার।

যে কোন বয়সের মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন । কেবল প্রেমের গল্প ই হতে হবে এমন কোন সীমাবদ্ধতা নেই।

Techshohor Youtube

প্রিয় মানুষের সাথে কাটানো প্রিয় মুহূর্ত , প্রিয় ঘটনা ইত্যাদি লিখে পুরষ্কার জিতে নিতে পারেন যে কেউ ।

ভালোবাসা দিবসে ভিভোর অফিসিয়াল ফেইসবুক পেইজের মাধ্যমে শুরু হবে এই কনটেস্ট , কমেন্টে অথবা ইনবক্সে লেখকরা গল্প লিখে প্রতিযোগিতায় অংশ নেবেন । গল্পের শব্দ সংখ্যা নির্দিস্ট নেই।

ভিভোর পক্ষ থেকে জানা যায় , এই প্রতিযোগিতায় আকর্ষনীয় উপহার দেয়া হবে।

*

*

আরও পড়ুন