![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর : আইএসপিএবি এর সাধারণ সদস্যদের নিয়ে এক বিশেষ সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয় শনিবার। সাধারণ সভার একমাত্র এজেন্ডা ছিল, আইএসপিএবি’র সংঘস্মারক এবং সংঘবিধি সংশোধনের উপর সাধারণ আলোচনা।
সভায় আইএসপিএবির সভাপতি মোঃ ইমদাদুল হক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, নির্বাহী কাউন্সিলের সদস্যগণ ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে এসোসিয়েশন এর প্রধান নির্বাহী স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন। সভাপতি ও সাধারণ সম্পাদক সংঘস্মারক এবং সংঘবিধি পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের প্রক্রিয়ার উপর বক্তব্য প্রদান করেন।
বতর্মান বিটিআরসির লাইসেন্স প্রাপ্তির প্রেক্ষাপটে সংবিধান সংশোধনের উপায় বের করার উদ্দেশ্যে সাধারণ সদস্যগণ নিজ নিজ অবস্থান থেকে সংশোধনীর উপর আলোচনা ও মতামত প্রকাশ করেন।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সংঘস্মারক ও সংঘবিধি সংশোধনে এসোসিয়েশনের পুরাতন কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী কাউন্সিলরদের সমন্বয়ে একটি টেকনিক্যাল বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়।
গঠিত টেকনিক্যাল বিশেষজ্ঞ কমিটির মতামত এবং প্রয়োজন বোধে সংশ্লিষ্ট বাণিজ্য মন্ত্রণালয়, ডিটিও (DTO), বিটিআরসি ও সমমনা অন্য যে কোন এসোসিয়েশনের সংঘস্মারক এবং সংঘবিধি অনুসরণ করে কার্যক্রম গ্রহন করার জন্য বর্তমান কার্যনির্বাহী কমিটি (ইসি)কে দায়িত্ব অর্পণ করেন। সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দ একমত পোষণ করেন।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি