৩ দিনব্যাপী ইন্টারন্যাশনাল টেক কার্নিভালের সমাপনী আজ

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ৩ দিনব্যাপী ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল’২৩ চলছে ,আজ এর সমাপনী।

আইসিটি ডিভিশন প্রেজেন্টস ৬ষ্ঠ ডিআরএমসি পেট্রোমেক্স রিফাইনারী লিমিটেড ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল- ২০২৩” এর বর্ণিল উদ্বোধন হয় বৃহস্পতিবার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি।

Techshohor Youtube

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ ,আইডিয়া প্রকল্পর পরিচালক মোঃ আলতাফ হোসেন।

তিনদিনব্যাপী এ কার্নিভালে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন, প্রোগ্রামিং কনটেস্ট, ওয়েবসাইট ডিসপ্লে, লাইন ফলোয়িং রোবট, লোগো ডিজাইন, টেক আর্টিকেল রাইটিং, ইত্যাদি ইভেন্টে দেশের তিন শতাধিক খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

এবারের টেক কার্নিভালের ইনোভেশন এক্সপো ২০২৩ আয়োজন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর আইডিয়া প্রকল্প। ইনোভেশন এক্সপোতে আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও ১০টি স্টার্টআপ এবং মেধাবী শিক্ষার্থীদের শতাধিক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।

এছাড়া টেক কার্নিভালের প্রথম দিনে ‘স্মার্ট বাংলাদেশ’ বিষয়ক একটি বিশেষ সেমিনার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের সিনিয়র পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী, কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস, পরামর্শক মোঃ মোমেনুল ইসলাম, ডিআরএমসি এর কলেজের ক্লাবসমূহের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, আইসিটি বিভাগের প্রভাষক এবং কার্নিভালের আহ্বায়ক রাসেল আহমেদ, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকমন্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং ২০৪১ সালের রূপকল্প বাস্তবায়নে নবীনদের উৎসাহিত করতেই এই তিনদিনব্যাপী টেক কার্নিভাল এর আয়োজন।

*

*

আরও পড়ুন