ডিজিটাল কোঅপারেশন অর্গানাইজেশনের ২য় সাধারণ অধিবেশনে পলক

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : আগামী ৫ থেকে ৯ ফেব্রুয়ারী ডিজিটাল কোঅপারেশন অর্গানাইজেশনের (DCO) ২য় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে সৌদি আরবের রাজধানী রিয়াদে।

অধিবেশনে যোগ দিতে সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে গেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সফরে প্রতিমন্ত্রী সৌদি আরবের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল্লাহ বিন আমের আলসওয়াহা, ডিজিটাল কোঅপারেশন অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল মিসেস দীমা আল ইয়াহিয়া,বৈশ্বিক টেক কনফারেন্স লিপ (এলইএপি) সিইও ড. আব্দুল রহমান আল জাদায়ীর,সৌদিআরবের ন্যাশনাল সাইবার সিকিউরিটি অথরিটির ইঞ্জিঃ মাজেদ মোহাম্মাদর আলমাজিদ দ্বিপাক্ষিক বৈঠক করবেন ।

Techshohor Youtube

ডিকো হচ্ছে, একটি বৈশ্বিক ডিজিটাল সহযোগিতা সংস্থা । সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে নিজস্ব ডিজিটাইজেশনের বিকাশ , বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে সমানভাবে অংশগ্রহণ, সহযোগিতা ও জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করার লক্ষ্যে ২০২০ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।

সংস্থাটির সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে রয়েছে, বাহরাইন, জর্ডান, কুয়েত, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান এবং সৌদি আরব । সম্প্রতি মরক্কো, জিবুতি, সাইপ্রাস এবং রুয়ান্ডাকে এর তালিকায় যুক্ত করেছে।

প্রতিমন্ত্রী আগামী ১০ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

*

*

আরও পড়ুন