সব রকমের হোম মেইড খাবারের জোগান দিচ্ছেন কল্পনার জগত-র কল্পনা

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : কল্পনার জগতে সব ধরনের খাবার পাওয়া যায় । এক বাক্যে নিজের উদ্যোগ সম্পর্কে বলেছেন কল্পনার জগতের কর্নধার খাদিজা রহমান কল্পনা।

কবে থেকে শুরু করেন ? এমন প্রশ্নে তিনি জানালেন, ২০১৬ তে শুরু করেন, অনলাইনে আসেন ২০২০ সালে। হোম মেইড খাবার , পোশাক, বেবি সেট ইত্যাদি নিয়ে কাজ করছেন কল্পনা। হোম মেইড খাবার বলতে সব কিছুই আছে তাঁর কাছে।

নারীদের প্রিয় শাড়ি, আছে জামদানী, কাতান, তাঁতের শাড়ি এবং বেবি সেট যেগুলো পার্টি ড্রেস এই নিয়ে কাজ করছেন তিনি।

Techshohor Youtube

ছোটবেলা থেকেই নিজে কিছু কি করবেন এমন ভাবনা ছিল । তাই এসএসসির পর ব্লক , বাটিক, টাই ডাই সহ কম্পিউটারের কাজের প্রশিক্ষণ নিয়েছেন এবং সেই থেকে কাজ করে যাচ্ছেন কল্পনা। গুটি গুটি পায়ে এগিয়ে যেতে কল্পনা দক্ষতা অর্জনের দিকে ফোকাস করেছেন । জানালেন মূল পেশায় তিনি একজন শিক্ষক ।

উচ্চ মাধ্যমিকেই বিয়ের পর্ব সম্পন্ন হয়, সন্তান হয় , সেই সাথে এগোয় লেখাপড়ার পর্ব । হাতে কলমে প্রশিক্ষণ নিয়েছেন একে একে। মিরপুর আইডিয়ালে পড়েছেন কল্পনা। সেই সময় ফুচকা চটপটির কাজ শুরু করেন। আর্ট পেপার এনে আর্ট করতেন। বন্ধুদের কাছে বিক্রি করতেন।

২০২০ সালে অনলাইনে খুব ভাল বিজনেস হচ্ছে বলে খেয়াল করেন। পরিচিতি হচ্ছে বেশ সুনামের সাথে। এইজন্য কল্পনা নিজেও অনলাইনে কাজ শুরু করেন।

চ্যালেঞ্জ কেমন ছিল ? তিনি জানালেন, যেহেতু কল্পনার পরিচিতি বেশ ভাল ছিল তাই তেমন কোন চ্যালেঞ্জের মুখে পড়েন নাই কল্পনা । আগ্রহ করে বন্ধুরা নিতো , তাদের মাধ্যমে অন্যরা জেনে কল্পনার পণ্যর খবর পেয়ে যান। এভাবেই কাজ করছেন।

প্রতিটি কাজে আলাদা করে সেকশন খুলে বিজনেস করতে চান কল্পনা । এটা ভবিষ্যৎ পরিকল্পনা ।

অন্যদের জন্য চমৎকার পরামর্শ দিলেন তিনি । বললেন, মনের শক্তি ,পরিশ্রম করার জন্য গায়ের জোর থাকতে হবে , টাকা লাগবে না । বন্ধুদের সাথে নেটওয়ার্ক বজায় রাখতে হবে, জানাতে হবে । নিজের কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে।

*

*

আরও পড়ুন